জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চের সামনে দুর্নীতির হাঁড়ি, সাধারণ মানুষ লিখছেন তাদের অভিযোগ

অনশন মঞ্চের সামনে রাখা রয়েছে দুটি মাটির হাঁড়ি। তাতে সাঁটান রয়েছে একটি সাদা কাগজ। লেখা রয়েছে, 'দুর্নীতির হাঁড়ি'।

 

Saborni Mitra | Published : Oct 13, 2024 11:23 AM IST

জুনিয়র ডাক্তারদের ধর্মতলার ধর্নামঞ্চের অনশন ৯ দিনে পড়ল। রবিবার সকাল থেকেই ছিল সাধারণ মানুষের ভিড়। এই দিনেই অন্যমাত্রা পেল ধর্মতলার অনশন মঞ্চ। এদিন অনশন মঞ্চের সামনে রাখা হয়েছে দুটি হাঁড়ি, নাম দেওয়া হয়েছে দুর্নীতির হাঁড়ি। যেখানে সাধারণ মানুষ এসে দুর্নীতির বিরুদ্ধে তাঁদের অভিযোগ জানিয়ে যাচ্ছেন।

অনশন মঞ্চের সামনে রাখা রয়েছে দুটি মাটির হাঁড়ি। তাতে সাঁটান রয়েছে একটি সাদা কাগজ। লেখা রয়েছে, 'দুর্নীতির হাঁড়ি'। এই হাঁড়িতেই সাধারণ মানুষরা তাঁদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে যাচ্ছে। তবে অনশন মঞ্চের সামনে কে বা কারা হাঁড়ি রেখে তা জানা যায়নি। জুনিয়র ডাক্তাররা সেই হাঁড়ি রেখেনি বলেই জানিয়েছেন। অন্য কেউ হাঁড়ি নিয়ে কিছু জানায়নি। যদিও জুনিয়র ডাক্তাররা সেই হাঁড়ি সরিয়েও দেয়নি। হাঁড়িদুটি ভর্তি হয়ে গেলে কী হবে তাও জানা যায়নি। তবে সাধারণ মানুষ উৎসহের সঙ্গেই নিজেদের অভিযোগ লিপিবদ্ধ করছেন।

Latest Videos

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের অনশনের মধ্যেই এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। হকিস্টিক, উইকেট নিয়ে হাসপাতালে ঢুকে গুণ্ডামি করার অভিযোগ দুষ্কৃতীদের। দুষ্কৃতী দলের তাণ্ডবের মাঝে পড়ে জখম হয়েছে এক রোগীর আত্মীয়। এই ঘটনার পরই আতঙ্ক বাড়ছে এসএসকেএম হাসপাতলে চিকিৎসাধীন রোগী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে।

পাশাপাশি শনিবার রাতে আরও এক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েন। অনুষ্টুপ মুখোপাধ্যায়কে গ্রিন করিডোর করে ভর্তি করা হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'অনশন করলে কারও ১০ কেজি ওজন বাড়তে পারে না' নাম না করে মমতাকে তীব্র কটাক্ষ শ্রীলেখার | Sreelekha
অনশনরত আরও এক ডাক্তার অসুস্থ! নিয়ে যাওয়া হল সিসিইউ'তে | Junior Doctors Hunger Strike | RG Kar |
ডাক্তারদের 'শিরদাঁড়া'কে ভয় মমতার! 'অসুস্থ হলেও সোজা থাকবে শিরদাঁড়া' বার্তা ডাক্তারদের | RG Kar News
'সরকার টম এন্ড জেরি খেলছে' বিস্ফোরক মহিলা চিকিৎসক | RG Kar Doctors Hunger Strike News | Bangla News
'অনিকেতের টা আসল অনশন, মুখ্যমন্ত্রী তো ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিলেন' বিস্ফোরক শুভেন্দু