'মুখ্যমন্ত্রী নাম বাদ দিয়ে উদ্বোধন মন্ত্রী লিখুন', জলমগ্ন কলকাতার পরিস্থিতি নিয়ে মমতাকে তোপ অধীরের

Published : Sep 24, 2025, 09:45 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Adhir On Kolkata Rain: কলকাতায় মেঘভাঙা বৃষ্টি ও মৃত্যু মিছিল নিয়ে বিরোধীদের রোষানলে শাসক শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ কংগ্রেসের। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Adhir On Kolkata Rain: সোমবার গভীর রাতে কলকাতায় মেঘভাঙা বৃষ্টি বিপর্যয় আর মৃত্যু মিছিল নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। জলমগ্ন শহরে একসঙ্গে এতজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শাসক শিবিরকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। কলকাতার জল যন্ত্রণা নিয়ে শুভেন্দু অধিকারীর পর এবার তৃণমূলকে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। 

কী বলেছেন অধীর চৌধুরী? 

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন,  ‘’কলকাতা জলের তলায়, প্রচুর বৃষ্টি হয়েছে। একদম ঠিক কথা। কিন্তু বৃষ্টি তো ভূমিকম্প নয়, যে আগে থেকে জানত না সরকার ! আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও আগে থেকে রেড অ্যালার্ট জারি করেনি কেন? খোলা ইলেক্ট্রিকের লাইন গুলো ঠিক করা যেত না?''

তিনি আরও বলেন, ‘’যথাযথ ব্যবস্থা নিলে তো মানুষগুলোর প্রাণ বাঁচানো যেত। পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী, নগরোন্নয়ন মন্ত্রী এসব বাদ দিয়ে শুধু তবে উদ্বোধন মন্ত্রী লিখুন এবার থেকে। ভাঙা রাস্তা সারানোর কোনও ব্যবস্থা হয়েছে ? পুজোর সময়েও সর্বত্র রাস্তা ভাঙা। পথ দুর্ঘটনা বাড়ছে, আবর্জনার স্তূপ হয়ে আছে সারা শহর। কোনও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই।''

রাজ্য সরকারকে এদিন তোপ দেগে অধীর বলেন, ‘’বৃষ্টি যেমন একটা কারণ, তার চেয়েও অনেক বড় কারণ, খাল সংস্কারের নামে টাকা ঝেড়ে উল্টে খাল বোজানো। আর তাতে বেআইনি নির্মাণ করে টাকা কামানো। ভাগ যাচ্ছে কালীঘাটে 75-25।প্রোমোটারি রাজ, ড্রেন পরিষ্কার হয়না, জল যাবে কোথায় ? নয়নজুলি যা কিছু অবশিষ্ট সব বুঝিয়ে প্রোমোটারি, পুকুরগুলো তো সেই কবেই বুজে গিয়েছে।''

 

 

 

 ‘’দায় কার ? কে চালাচ্ছে সরকার? আজ টিভিতে আপনি ভালো মানুষ সাজছেন। আপনি জানতেন না কলকাতার রাস্তায় রাস্তায় খোলা ইলেক্ট্রিকের লাইন?  আপনি ওপেন স্টেজ লাইভ ডিবেট করুন। চ্যালেঞ্জ করছি, আপনার গোটা সিস্টেমের মুখোশ খুলে যাবে।''  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা