Kolkata Rain News: সারারাত ধরে অঝোর ধারায় বৃষ্টি। একটানা বর্ষণে রীতিমতো জেরবার তিলোত্তমা (kolkata rain news)। শহরের উত্তর থেকে দক্ষিণ, জল জমেছে সর্বত্র। জলের তলায় রেললাইন, ট্রেন বন্ধ। বাইপাসেও জল। কলকাতার লাইফলাইন মেট্রোও স্তব্ধ হয়ে গেছে (rain in kolkata)।
কার্যত, রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গোটা কলকাতা জুড়ে। একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ দেখলেই বোঝা যায় যে, কেন কলকাতা জলের তলায়? যদিও ইতিমধ্যেই কলকাতা পৌরসভার আধিকারিকরা কাজ শুরু করে দিয়েছেন। রাত ১২টা তজেকে সকাল ৬টার মধ্যে গড়ে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বরও এইরকম বৃষ্টিপাতের ঘটনা ঘটেছিল।
পার্ক স্ট্রিটঃ ১৮৪ মিলিমিটার
বড়বাজারঃ ১৬২ মিলিমিটার
শিবপুর এইচডাব্লুএইচঃ ১৬৫ মিলিমিটার
ভবানীপুরঃ ২৪৩ মিলিমিটার
বালিগঞ্জঃ ২৯৫ মিলিমিটার
গড়িয়াহাতঃ ২৬২ মিলিমিটার
যাদবপুরঃ ২৫৮ মিলিমিটার
আলিপুরঃ ২৪০ মিলিমিটার
বড়িশাঃ ১৮৫ মিলিমিটার
বেহালাঃ ২১৫ মিলিমিটার
গড়িয়াঃ ২৭০ মিলিমিটার
সন্তোষপুরঃ ২২৭ মিলিমিটার 227 মিমি
মুকুন্দপুরঃ ২৮০ মিলিমিটার
কসবাঃ ২৪৬ মিলিমিটার
কাঁকুড়গাছিঃ ২০২ মিলিমিটার
সল্টলেক সেক্টর ২ঃ ১৫৪ মিলিমিটার
নিউটাউনঃ ১৮৬ মিলিমিটার
বাগুইহাটিঃ ১২১ মিলিমিটার
দক্ষিণ দমদমঃ ৬১ মিলিমিটার
সিঁথিঃ ৯৬ মিলিমিটার
ফলে, বোঝাই যাচ্ছে যে, গোটা কলকাতা জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। উত্তরের আমহার্স্ট স্ট্রিট থেকে শুরু করে দক্ষিণের পাটুলি, সব জায়গার অবস্থাই আপাতত এক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।