বিনীত গোয়েল পদ খোয়ালে পরবর্তী কলকাতার নগরপাল কে? চর্চায় উঠছে যে তিনটি নাম

আরজি কর হাসপাতাল কাণ্ডের জেরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে। আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই দাবি উঠছে।

আরজি কর হাসপাতাল কাণ্ডের জেরে পদ খোয়াতে পারেন কলকাতা পুলিশের সিবি বিনীত কুমার গোয়েল। যত দিন যাচ্ছে ততই জোরাল হচ্ছে তাঁর পদত্যাগের দাবি। আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও বিনীত গোয়েলের পদত্যাগের দাবিকে সোচ্চার। অন্যদিকে রাজনীতিবিদদে মধ্যে থেকেও জোরাল দাবি উঠছে। বিজেপি, বাম, কংগ্রেস তো প্রথম থেকেই বিনীত কুমার গোয়েলের পদত্যাগেরস দাবি জানিয়ে আসছে। এবার সেই সুরেই সুর মেলালেন তৃণমূল কংগ্রেস সাংসদ শুখেন্দুশেখবর রায়। কিন্তু বিনীত গোয়েলের পরে কে? তাই নিয়েও জল্পনা শুরু হয়েছে। উঠছে তিনটি নাম।

পদ খোয়াতে পারেন বিনীত

Latest Videos

কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েলের পদত্যাগের দাবিতে প্রথম দিন থেকেই সোরচ্চার আন্দোলনকারীরা। তাঁদের কথায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে তাঁর কারিগুরিতেই। সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় বিনীত কুমার গোয়েল। আন্দোলনকারী চিকিৎসকরা তাঁর পদত্যাগের দাবিতে স্মারকলিপি তারই হাতে দিয়ে এসেছে। শিরদাঁড়া নেই বলে অভিযোগ তুলে প্রতীকী শিরদাঁড়া নিয়েই তাঁরা গিয়েছিলেন লালবাজারে। ওয়াকিবহাল মনে করেছে এটি চরম অপমানজনক। এই অবস্থায় কলকাতা পুলিশের অন্দরেই গুঞ্জন সরিয়ে দেওয়া হতে পারে বিনীত গোয়েলকে। ডাক্তারদের সঙ্গে আলোচনাতেও তিনি বলেছেন, তাঁকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি হাসিমুখে তা মেনে নেবেন। বিনীতের পরে কে? কলকাতার পরবর্তী নগরপাল নিয়ে কলকাতা পুলিশের অন্দরে ঘুরছে তিনটি নাম।

বিনীতের পরে কে?

কলকাতা পুলিশ সূত্রের খবর সবথেকে এগিয়ে রয়েছেন ড. রাজারাম রাজশেখবরন। বামফ্রন্ট জমানার আইপিএস। বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। ১৯৯৭ সালের ব্যাচের আইপিএস। দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছে ১৯৯৩ সালের ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডে। বর্তমানে তিনি ডাইরেক্টর সিকিউরিটি , ওয়েস্ট বেঙ্গল। তিনিও বর্ধমানের এসপি ছিলেন। তৃতীয় নাম সুপ্রতিম সরকার। তিনি ১৯৯৭ সালের ব্যাচের আইপিএস। কলকাতা পুলিশের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আরজি কর কাণ্ডেও একাধিকবার তাঁকে সামনে দেখা গেছে। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের আগে ও পরে তিনি রাজ্য পুলিশের হয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। তাই আরজি কর ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলে নবান্ন থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech