যাদবপুরের বুক স্টলটি চলে গত ৩ অক্টোবর পর্যন্ত। শেষদিন, বুক স্টলের সামনেই অনুষ্ঠিত হয় সমাপ্তি অনুষ্ঠান। একইসঙ্গে সেইদিন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের ২০০০ তম দিনটিও উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা নীলোৎপল বসু, বিশিষ্ট ডাক্তার অর্জুন দাশগুপ্ত, বিশিষ্ট পরিচালক অনীক দত্ত এবং সৌরভ পালোধি সহ আরও অনেকে। এই প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন, “এই বছর যাদবপুর বুক স্টল থেকে মোট ৩,৮০,০০০ টাকার বই বিক্রি হয়েছে। আর যাদবপুর-১ এবং যাদবপুর-২ এর সবকটি বুক স্টল মিলিয়ে প্রায় ৪,৫০,০০০ টাকার বই বিক্রি হয়েছে।" অপরদিকে, সিপিএম যাদবপুর-১ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন চক্রবর্তীর কথায়, “প্রচুর মানুষ এসেছেন আমাদের বুকস্টলে। অনেকেই বই কিনলেন। গান-আড্ডা-আলোচনায় দারুণ কাটল কয়েকটা দিন"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।