Durga Puja Carnival: আজ দুর্গা পুজো কার্নিভাল। অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা ১০০-র বেশি। কার্নিভালের জন্য বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকছে। জানুন কলকাতার ট্রাফিট আপডেট।
দেখতে দেখতে নবম বর্ষে পড়ল দুর্গা পুজো কার্নিভাল। গত ২ বছর ৯০টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশ নিয়েছিল। এবার সেই সংখ্যাই বেড়ে হল ১০০। এবারই প্রথম দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণকারীর সংখ্যা ১০০ ছাড়াল বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
26
কার্নিভাল শুরু
খাতায় কলমে রবিবার বিকেল ৪টে থেকে শুরু হওয়ার কথা দুর্গা পুজোর কার্নিভাল। যদিও তার আগে থেকেই ভিড় জমতে শুরু করবে বলেই মনে করছে কলকাতা পুলিশ। কার্নিভালের দায়িত্বে কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন। অন্যান্যবারের মত এবারও দুর্গা পুজোর কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
36
কার্নিভালে অংশগ্রহণকারীর সংখ্যা
২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুর্গা পুজো কার্নিভাল আয়োজন করছে রাজ্য প্রশাসন। তবে এবারই কার্নিভালে অংশগ্রহণকারীর সংখ্যা সবথেকে বেশি। কলকাতা পুলিশ জানিয়েছে এবার দুর্গা পুজো কার্নিভালে উপস্থিত থাকবে ১১৩টি পুজো কমিটি। এর আগে ২০২২ ও ২০২৩ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০০। ২০২৪ সালে অংশগ্রহণকারী পুজো কমিটি ছিল মাত্র ৮৯টি।
লালবাজার জানিয়েছে রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোড দিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। আবার ট্রাফিক পুলিশের পূর্ব ঘোষণা অনুযায়ী, মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ৩টের পর থেকে মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশিকা বলবৎ থাকবে।
56
কার্নিভাল শুরু
রবিবার বিকেল ৪টে থেকে শুরু হবে দুর্গা পুজো কার্নিভাল। রেড রোড দিয়ে মিছিল যাবে। তারপর প্রতিমা নিরঞ্জন করা হবে বাবুঘাটে। কিন্তু কার্নিভাল শুরু আগে থেকেই রেড রোড দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন অবধি খিদিরপুর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যান্য গাড়িও বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করবে।
66
যান চলাচল নিয়ন্ত্রিত
কার্নিভাসের জন্যারএ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে। রবিবার দুপুর ২টো থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। রাত ৯টা পর্যন্ত রেড রোডে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২টো থেকে বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প।