এবার বাংলায় ফেঙ্গাল ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি! তাণ্ডব চলবে এই চার জেলায়! আজ থেকেই কি বৃষ্টি শুরু?

ঘূর্ণিঝড় দানা বেশ প্রভাব ফেলেছিল এ রাজ্যে। তার রেশ কাটতে না কাটতেই আবার আরেক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এর ফলে কি টানা বৃষ্টি শুরু হতে চলেছে বাংলায়? আজ কেমন থাকবে কলকাতা ও জেলার আবহাওয়া। জানুন।

Parna Sengupta | Published : Nov 29, 2024 4:31 PM IST
111

রাজ্যে ফেঙ্গালের ভ্রুকুটি। আবহাওয়ার পূর্বাভাস বলছে এবার আরও এক ঘূর্ণিঝড় (Cyclone) আছড়ে পড়বে।

211

দক্ষিণ ভারতের পূর্বের রাজ্যগুলিতে এর সরাসরি প্রভাব পড়বে। তবে বাংলায় এর প্রভাব খুব একটা পড়বে না বলেই মনে করা হচ্ছে।

311

তবে জানা যাচ্ছে, আজ থেকে তিন দিন অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত আকাশ মেঘলাই থাকবে।

411

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী চার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

511

আজই সাগরে ঘূর্ণিঝড় (Cyclone) ফেঙ্গাল ঘনীভূত হতে পারতো। কিন্তু ইতিমধ্যেই তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

611

তবে এর প্রভাব পড়তে চলেছে তামিলনাড়ু এবং পুদুচেরির কিছু অংশে। যার ফলে শুক্রবার থেকে মুষলধারে বৃষ্টি হতে পারে এই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায়।

711

ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ (আইএমডি) অনুসারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।

811

তবে এর প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর না পড়লেও বছর শেষে শীতের আমেজে খানিক ভাঁটা পড়তে চলেছে। তাই নভেম্বরের শেষে এসে তাপমাত্রা আবার খানিক বেড়েছে।

911

আশার খবর এই যে ডিসেম্বরে শুরু থেকেই আবার তাপমাত্রা কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

1011

জানা যাচ্ছে, শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুরে।

1111

এছাড়াও এই উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos