কেন্দ্রের সমান একই পে কমিশন হতে পারে বাংলায়? DA নিয়ে দুর্দান্ত আপডেট নবান্নের
দারুণ ভালো খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়। এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে সোমবারই। বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা এদিন পাওয়া যেতে পারে। ভাল খবরের আশায় সরকারি কর্মীরা।