কেন্দ্রের সমান একই পে কমিশন হতে পারে বাংলায়? DA নিয়ে দুর্দান্ত আপডেট নবান্নের

দারুণ ভালো খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়। এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে সোমবারই। বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা এদিন পাওয়া যেতে পারে। ভাল খবরের আশায় সরকারি কর্মীরা।

Parna Sengupta | Published : Mar 14, 2025 10:27 AM
111

বেতন কমিশনের ভবিষ্যৎ কি হবে সেটার একটা ধারণা আগামী সপ্তাহে অর্থাৎ সোমবারেই পাওয়া যেতে পারে।

211

কেন্দ্রের মতোই একই পে কমিশন হতে পারে বাংলায়।

311

এই দুর্দান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে এদিনই। ভাল খবরের আশায় সরকারি কর্মীরা।

411

কেন্দ্রের কর্মীরা সপ্তম পে কমিশনের হিসাবে বেতন থেকে শুরু করে ভাতা পেলেও রাজ্য সরকারের কর্মীরা আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। ফলে পার্থক্য থেকেই যাচ্ছে।

511

এরই মাঝে অষ্টম পে কমিশনের ঘোষণা হয়ে গিয়েছে। যেটা খুব সম্ভবত ২০২৬ থেকে চালু হবে।

611

অথচ এখনও পশ্চিমবঙ্গে নয়া বেতন কমিশন নিয়ে কোনো হেলদোলই দেখা যাচ্ছে না।

711

২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু হয়।

811

যেটা রাজ্যে দীর্ঘ টালবাহানা করার পর ২০২০ সালে এসে চালু হয়।

911

এখন কেন্দ্রে অষ্টম পে কমিশন আসার পরেও কি রাজ্য ষষ্ঠতেই আটকে থাকবে নাকি সপ্তম বা অষ্টম পে কমিশনের দিকে এগোবে সেটাই দেখার বিষয়।

1011

কেন্দ্রের সমান বাংলায় বেতন কমিশন চাই কি না সেটা ঠিক হতে পারে সোমবারের বেতন কমিশনের মাথায় কে থাকছেন সেটার উপরেই।

1111

আসলে আজকেই নতুন বেতন কমিশনের চেয়ারম্যান কে হবেন সেটা নির্ধারিত হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos