আজ মেট্রো পরিষেবায় বড় বদল, দুই লাইনে মেট্রো চলাচল করলেও বাকি দুটি পুরোপুরি বন্ধ

Published : Mar 13, 2025, 06:06 PM ISTUpdated : Mar 14, 2025, 09:24 AM IST

Metro timetable on Holi:কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার ব্লু লাইন - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, গ্রিন লাই-১ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ও গ্রিন লাইন -২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড -সবকটি ক্ষেত্রেই পরিষেবা মিলবে। 

PREV
110
হোলির দিন মেট্রো পরিষেবা

হোলি বা দোলের দিন মেট্রো রেলের সময়সূচিতে বড় বদল করল কলকাতা মেট্রো। দুই লাইনে চলবে না মেট্রো।

210
মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার ব্লু লাইন - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, গ্রিন লাই-১ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ও গ্রিন লাইন -২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড -সবকটি ক্ষেত্রেই পরিষেবা মিলবে।

310
দেরিতে চলবে মেট্রো

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে দোলের দিন অর্থাৎ আগামিকাল অন্যান্য দিনের থেকে দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা।

410
মেট্রো পরিষেবা শুরু

কাল কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে।

510
শেষ মেট্রো

প্রথম মেট্রো দেরিতে ছাড়লেও শেষ মেট্রোর সময় কিন্তু বদল করা হচ্ছে না। জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ নির্ধারিত সময়ই ছাড়বে শেষ মেট্রো।

610
পরের দিন...

দোলের পরের দিন অর্থাৎ শুক্রবার মেট্রোর সময় বদলাচ্ছে না। নির্ধারিত দিনের মতই মেট্রো চলাচল করবে।

710
দোলের দিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা

দোলের দিন ব্লু লাইনে আপ, ডাউন মিলিয়ে মোট ৬০টি পরিষেবা পাওয়া যাবে।

810
গ্রিন লাইনের মেট্রো পরিষেবা

সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেয়। অন্য দিকে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-তে শেষ মেট্রো সূচিতেও পরিবর্তন করা হয়েছে।

910
শেষ মেট্রো

সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় শেষ মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে ওই সময়েই।

1010
২২টি মেট্রো চলবে

শুক্রবার শিয়ালদহ এবং সেক্টর ফাইভে মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি পরিষেবা চলবে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও পরিষেবা কমানো হয়েছে। গ্রিন লাইন-২-তে ওই দিন ৪২টি পরিষেবা পাওয়া যাবে। তবে অরেঞ্জ ও পার্পেল নাইনে পরিষেব বন্ধ থাকবে।

click me!

Recommended Stories