কবে থেকে মিলবে ১৮% DA? কত টাকা বেতন পাবেন বাংলার সরকারি কর্মীরা? দেখুন হিসেব

Published : Feb 13, 2025, 03:32 PM ISTUpdated : Feb 13, 2025, 03:34 PM IST

১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ-র ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ১৪+৪= ১৮ শতাংশ। এই বর্ধিত ডিএ কার্যকর হবে আগামী পয়লা এপ্রিল থেকে। তাহলে এপ্রিল মাসে কত টাকা হাতে আসবে রাজ্য সরকারি কর্মীদের।

PREV
113

বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।

213

রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ-র ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ১৪+৪= ১৮ শতাংশ।

313

এই বর্ধিত ডিএ কার্যকর হবে আগামী পয়লা এপ্রিল থেকে। তাহলে এপ্রিল মাসে কত টাকা হাতে আসবে রাজ্য সরকারি কর্মীদের।

413

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্র-রাজ্য ব্যাবধান সামান্য কমে হল ৩৫ শতাংশ।

513

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলার সরকারি কর্মীদের DA বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

613

অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিধানসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩.৮৯ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেন।

713

বাজেট পেশ করে তিনি ঘোষণা করেন, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৪ শতাংশ বাড়ানোর কথাও ঘোষণা করেন।

813

এই ডিএ বৃদ্ধির ফলে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মোট মহার্ঘ ভাতা ১৮ শতাংশে পৌঁছাবে।

913

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন, যার জেরে আন্দোলনে নেমেছেন কর্মচারীরা। দীর্ঘদিন ধরেই রাস্তায় নেমে বিক্ষোভ চলছিল।

1013

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাজেটে ডিএ বাড়ানো হবে বলে অনুমান করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

1113

যদি কোনও রাজ্য সরকারি কর্মচারীর মূল বেতন ৬০ হাজার টাকা হয় তাহলে মোট কত টাকা পান তারা? জানান, ডিএ (মহার্ঘ্য ভাতা)- মূল বেতনের ১০ শতাংশ যা ৬০০০ টাকার । বাড়ি ভাড়া ভাতা (HRA)- মূল বেতনের ১২ শতাংশ যা ৭২০০ টাকা। মোট পাবে ৭৩,২০০ টাকা।

1213

প্রশ্ন উঠছে, কবে থেকে এই নতুন ডিএ কার্যকর হবে? সরকার জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে এটি লাগু হবে।

1313

বাজেটে ঘোষণা অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে। যদিও রাজ্য সরকারের এখানেও সিদ্ধান্তে খুব একটা খুশি নন সরকারি কর্মীরা।

click me!

Recommended Stories