কমছে বিদ্যুতের দাম, রাজ্য বাজেটের পর বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, জানালেন দিনক্ষণ

Published : Feb 13, 2025, 10:15 AM IST

দেউচা পাচামি থেকে কয়লা উৎপাদনের পর বিদ্যুতের দাম কমবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, CESC-এর বিদ্যুতের দাম বাড়ানো রাজ্য সরকারের হাতে নেই।

PREV
110

CESC-তে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ আছে অনেকেরই। এই নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেট পেশ করার পর বিদ্যুৎ নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

210

বৈঠকে দেউচা পাচামির কথা বলতে গিয়ে বিদ্যুতের দামের প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন শীঘ্রই কমবে বিদ্যুতের দাম।

310

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেউচা পাচামি থেকে আমরা যে কয়লা পাব, তাতে ১০০ বছর যে বিদ্যুৎ তৈরি করব, সেই পাওয়ারের আমাদের বিদ্যুতের দাম আগামীদিনে.. যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে… অনেক কম যাবে।

410

তিনি বলেন, রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও CESC বাড়ায়।

510

মানুষকে অনেকটা ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা। সিপিএম থাকাকালীন দিয়ে গিয়েছে।

610

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ওদের দিল্লির একটা কী বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে…। তা সত্ত্বেও বলছি আগামী দিনে বিদ্যুতের দাম আরও সস্তা হবে। এই দেউচা পাচামিটা হতে পারলে।

710

দেউচা পাচামি-র যে জমি ইতিমধ্যে নেওয়া হয়েছে তাদের ছেলে মেয়ের কর্মসংস্থা করে দিয়েছি। অনেকে হোমগার্ডের চাকরি পেয়েছে। যারা ইচ্ছায় জমি দিয়েছে, তাদের ক্ষতিপূরণ…।

810

তিনি বলেন, দেউচা পাচামি সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী প্রজন্মের জন্য ১০০ বছর যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে বেড়ে না যায়.. সস্তায় বিদ্যুৎ পান, তাই এই প্রকল্প তৈরি করছি।

910

তিনি বলেন, এই শিল্প মিলিয়ে ১ লক্ষ ছেলে মেয়ে কাজ পাবে। শুধু দেউচা পাচামিতেই। 

1010

এভাবে বাজেট শেষে সাংবাদিক সম্মেলনে বিশেষ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

click me!

Recommended Stories