১ জানুয়ারি থেকে বাড়ছে না DA! দাবি মমতা সরকারের পক্ষ থেকে, মিলল নিশ্চিত খবর

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি নিয়ে কোন স্পষ্ট ঘোষণা না থাকায় কর্মীদের মধ্যে জল্পনা চলছে।

Sayanita Chakraborty | Published : Dec 21, 2024 3:38 AM IST
110

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের কত শতাংশ ডিএ বৃদ্ধি হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। বহুদিন ধরে চলছে এই আলোচনা।

210

সরকারের একাংশ দাবি করছেন ডিএ বাড়বে আবার একাংশের দাবি ছিল ডিএ বৃদ্ধি হবে না। এই সব নিয়ে দীর্ঘ জল্পনা চলেছে।

310

কেন্দ্রীয় সরকারি কর্মীরা জানুয়ারি থেকে বাড়তি ডিএ পাবেন। তাদের ডিএ হবে ৫৩ শতাংশ।

410

এদিকে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে ৩৯ শতাংশ ডিএ-র ফারাক আছে। কেন্দ্রীয় কর্মীরা ১৪ শতাংশ ডিএ পান।

510

তাই সকলেই আশা করেছিলেন জানুয়ারি থেকে বাড়বে ডিএ। যার ফলে ফারাক কমবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারী কর্মীদের।

610

এবার এই নিয়ে মিলল নিশ্চিত খবর। ১ জানুয়ারি থেকে বাড়ছে না DA। ঘোষণা মমতা সরকারের পক্ষ থেকে।

710

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আর ডিএ পাওয়ার সম্ভাবনা নেই।

810

যদিও একাংশের বক্তব্য, অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা না করেলও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হাতে ডিএ বৃদ্ধির আশা এখনও শেষ হয়ে যায়নি।

910

এদিকে পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য রাজ্য়ের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হয়ে গিয়েছে।

1010

শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয় কি না তা জানতে এখনও করতে হবে অপেক্ষা।

Share this Photo Gallery
click me!

Latest Videos