মেঘলা আকাশ-কুয়াশা মোড়া সকালে শুরু বৃষ্টি, শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে?
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলা ভিজতে পারে? আগামীকাল কোথায় কোথায় বর্ষণ? রইল সম্পূর্ণ পূর্বাভাস।
শীতের পথে ফের কাঁটা নিম্নচাপ। গত কয়েকদিনে বেশ বেড়েছে তাপমাত্রা। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। রাতে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি বৃদ্ধি করবে।
এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে হওয়ায় এ রাজ্যে সরাসরি কোনো প্রভাব পড়বে না। তবে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব, পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আপাতত তাপমাত্রা কিছুটা বাড়লেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের ফাঁড়া কাটতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা। এক ধাক্কায় পারদ পতন হবে আগামীকাল সপ্তাহেই।
শনিবার কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
শনিতে বৃষ্টি হবে উত্তরেও। উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।
বাকি সব জায়গায় শুষ্ক থাকবে আবহাওয়া।
দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহে কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে।