
Rooftop Restaurant Kolkata: শহরে আর কোনও রুফ টপ রেস্তোরা থাকবে না। কলকাতা শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় এবার বড় সিদ্ধান্ত মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও নির্দেশ দিয়েছেন, সমস্ত বেআইনি রুফ টপ ক্যাফে যেগুলি মূলত ছাদে তৈরি করা হয়েছে, সেগুলি বন্ধ করতে হবে। কারণ আগুন লাগলে ছাদ বন্ধ থাকায় বাড়ছে বিপদ।
যেমন নির্দেশ, তেমন কাজ। শুক্রবারই এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরে যে সমস্ত রুফটপ রেস্তঁরা আছে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশের পরই শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে শহরে রুফটপ বন্ধের কাজ।
জানা গিয়েছে, শুক্রবার কলকাতার ২৪ নং পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফ টপ ক্যাফে পরিদর্শন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতা পুরসভার আধিকারিকরা। এরপরেই এই রেস্তঁরাটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা এসেছেন ও কলকাতা পুলিশ এসে পৌঁছেছে। রেস্তঁরা ভাঙার কাজ শুরু করেছেন তারা।
কলকাতা পুরসভার তরফে শুক্রবারই পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের উপরের রেস্তঁরাকে নোটিস পাঠানো হয়েছে। মেয়র জানিয়েছেন, বরোভিত্তিক রিপোর্ট তৈরি করা হচ্ছে, কোন কোন এলাকায় কতগুলো রুফটপ রেস্তরাঁ রয়েছে, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করা হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদে আশ্রয় নেওয়ার প্রবণতার বিষয়টি তুলে ধরে মেয়র আরও বলেন, ''স্টিফেন কোর্টে কোলাপসিবল গেট বন্ধ থাকায় দমবন্ধ হয়ে অনেকেই মারা গিয়েছিলেন। ইমার্জেন্সি গেট অকার্যকর হয়ে গেলে ছাদই শেষ ভরসা। তাই ছাদে যেন কোনও বাধা না থাকে।''
অন্যদিকে, কলকাতা পুরসভার তরফে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে, ছাদ কোনও ভাবেই ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না। রেস্তরাঁ নির্মাণের জন্য ছাদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ‘রুফটপ’ রেস্তরাঁগুলিকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মেয়র ফিরহাদ হাকিম আরও বলেন, ''যে সব রেস্তরাঁ ছাদে চালু রয়েছে, সেগুলি বন্ধ করতে হবে। নীচে আগুন লাগলে মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন, সেই পথ খোলা রাখতেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। পুরসভার কমিশনারের সঙ্গে আলোচনা করে দ্রুত বৈঠকে বসা হবে। সেখানে দমকল, পুলিশ এবং পুরসভার বিভিন্ন বিভাগের প্রতিনিধি উপস্থিত থাকবেন।'' মেয়র আরও জানিয়েছেন যে, সব বিষয় তাদের হাতে নেই। তবে যেখানে যেখানে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেই রুফ টপ রেস্তঁরার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন বড়বাজারের মেছুয়ায় হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় আগেই গ্রেফতা হয়েছেন হোটেলের মালিক ও ম্যানেজার। এবার বড়বাজারের অগ্নিকাণ্ডের (Burrabazar Fire News) ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata police)।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম খুরশিদ আলম (৪২)। অভিযুক্ত কলকাতা কড়েয়া থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলে আগুন লাগার ঘটনার সঙ্গে সেও যুক্ত থাকতে পারে। এদিকে এই ঘটনায় বৃহস্পতিবারই গ্রেফতার হয়েছে হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুর। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ওইদিনই গ্রেফতার হয় ঠিকাদার। খুরশিদ আলম নামে ওই ব্যক্তিকে কড়েয়ায় তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে