
Atin Ghosh On CBI Raid: প্রায় চার ঘন্টা পর কলকাতা পৌরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়ি থেকে বেরলেন সিবিআই এর আধিকারিকরা। সিবিআই-এর তিন আধিকারিক এসেছিলেন অতীন ঘোষের বাড়িতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা বেরিয়ে যান। মূলত, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি । সেই দুর্নীতিতে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে বলেই অভিযোগ ছিল।
আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। মোট পাঁচজনের বিরুদ্ধে এই মামলায় চার্জগঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এখনও চলছে সেই মামলা। ওই মামলার তদন্তে সিবিআই স্ক্যানারে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীকল্যাণ সমিতির সদস্যরা। ওই কমিটিতে ছিলেন অতীন ঘোষও। আর জি কর কাণ্ডের আগে রোগীকল্যাণ সমিতির একাধিক বৈঠকেও নাকি যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র।
সিবিআইয়ের আধিকারিকেরা পৌরসভার ডেপুটি মেয়রের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীন ঘোষ জানান, তিনি যখন রোগী কল্যাণ সমিতির সদস্যদের কমিটিতে ছিলেন তার কি ভূমিকা ছিল তাই জানতে চেয়ে এই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। শুক্রবার সিবিআই যে আসবেন তা আগে থেকে জানতেন বলেই জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, আর জি কর কান্ডের তদন্তে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই যায়। শ্যামবাজার বাড়িতে আর জি করে দুর্নীতির মামলায় বিধায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই। তদন্ত করতে গিয়ে অতীন ঘোষের নাম সামনে আসে। এই বিষয়ে ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়েছে। যে সময় দুর্নীতি এবং খুন ধর্ষণের ঘটনা ঘটেছে সেই সময় রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন ডেপুটি মেয়র। চেয়ারম্যান ছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। যার বাড়িতে গত শনিবার গিয়েছিল সিবিআই। সিবিআই আধিকারিকরা বেশকিছু ফাইল নিয়ে শুক্রবার দুপুর ২টোর পর যান অতীন ঘোষের বাড়িতে। চলে তল্লাশি অভিযান ও ডেপুটি মেয়রকে জিজ্ঞাসাবাদ।
সূত্রের খবর, গত বছর অগাস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক খুনের পর শহরের এই নামী হাসপাতালের একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, আরজি কর হাসপাতালে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ তছরূপ করা হয়েছে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। উঠে আসে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। এমনকি আরজি কর কাণ্ডের সময় বার বার উঠে এসেছিল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম। সিবিআইয়ের আতশ কাঁচের তলায় ছিলেন তিনিও। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তার বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।