ঘোষণা হলেও বেতন বাড়বে না রাজ্য সরকারি কর্মীদের? মারাত্মক অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে

পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। জানেন কি বেতন বাড়ানোর নির্দেশিকা জারি হলেও বেতন বাড়ছে না সরকারি কর্মীদের। শুনে অবাক হলেন? জেনে নিন গোটা ঘটনা।

Parna Sengupta | Published : Nov 30, 2024 8:54 AM
110

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের সাথে কর্মীদের বিরোধ কারোরই জানতে বাকি নেই।

210

তবে জানেন কি বেতন বাড়ানোর নির্দেশিকা জারি হলেও বেতন বাড়ছে না সরকারি কর্মীদের!

310

এই তথ্য সামনে আসার পর থেকেই রীতিমত ক্ষুব্ধ সরকারি কর্মীরা।

410

বিক্ষোভের রাস্তায় হাঁটার ডাক দিয়েছেন তাঁরা। কী জানা যাচ্ছে?

510

এবছরের শুরুর দিকেই সরকারি দফতরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী ও অস্থায়ী কর্মীদের বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছিল।

610

সেই মত পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম ওয়াকার্স ইউনিয়ানের জলসাথী কর্মীদের বেতন বৃদ্ধি পাওয়ার কথা ছিল।

710

কিন্তু বছর শেষ হতে চললেও বেতন যা ছিল তাই রয়ে গিয়েছে।

810

এরকম পরিণতিই কি হতে চলেছে রাজ্যের অন্যান্য দফতরের সরকারি কর্মীদের সঙ্গে!

910

রাজ্য সরকারের কোষাগার ফাঁকা, এই দাবি দীর্ঘদিন ধরেই ঘোরাফেরা করছে।

1010

তাহলে কি এবার রাজ্য সরকারি কর্মীদের বেতনবৃদ্ধিতেও তার প্রভাব পড়বে! উঠছে প্রশ্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos