সংঘাত না মিটলেও, বৈঠকের পর আপাতত কর্মবিরতি থেকে সরে এলেন পরিচালকরা

Published : Feb 08, 2025, 12:04 PM IST
Tollygunge Film Industry

সংক্ষিপ্ত

সবকিছু মীমাংসা করতে চেয়ে অবশেষে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে মিটিং হয়। মিটিং-এর পর সেই জট কিছুটা কাটল বলেই মনে করছেন অনেকেই। এমনকি পরিচালক শ্রীজিৎ রায়ও ক্ষমা চাইলেন

মনোমালিন্যের জেরে বেশ কিছুদিন ধরে টলিউডে চলছিল টালমাটাল পরিস্থিতি। এবার সেই জট কাটার ইঙ্গিত মিলল। অবশেষে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে বৈঠকের সেই জট কিছুটা কাটল। এমনকি পরিচালক শ্রীজিৎ রায়ও ক্ষমা চাইলেন। আপাতত প্রত্যাহার হলো ডিরেক্টর্স গিল্ডের কর্মবিরতি।

পর পর তিনজন পরিচালককে তাদের কাজ করতে বাধা পাওয়ায় অসন্তুষ্ট হয়েছিলেন পরিচালকরা। ডিরেক্টরস গিল্ডের তরফে মিটিংয়ে বসতে চাওয়া হয়েছিল কিন্তু ফেডারেশনের তরফে কোনও সাড়া না মেলায় বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দেন তারা । জানা যায়, শুক্রবার কিছু প্রজেক্টের শ্যুটিং চলেছিল। সবকিছু মীমাংসা করতে চেয়ে অবশেষে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে মিটিং হয়। মিটিং-এর পর সেই জট কিছুটা কাটল বলেই মনে করছেন অনেকেই। এমনকি পরিচালক শ্রীজিৎ রায়ও ক্ষমা চাইলেন ।

তবে জানা গিয়েছে পরিচালক এবং ফেডারেশনের মনোমালিন্য এখনও পুরোপুরি মেটেনি। তবে অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে বৈঠকের পর পরিচালকরা কর্মবিরতি প্রত্যাহার করলেন । সূত্রের খবর এদিন আলোচনার শেষে বলা হয়, পরিচালক গিল্ড এবং ফেডারেশনকে বলা হয়েছে তাঁরা ২০ ফেব্রুয়ারির পর তাঁদের বক্তব্য জানাতে পারবেন লিখিত ভাবে । তারপর আবারও এই বিষয় নিয়ে আলোচনা হবে। মন্ত্রীদের তরফে সমস্যা মেটানোর আশ্বাস মিলতেই এদিন কর্মবিরতি প্রত্যাহার করেন পরিচালকরা। শুক্রবার অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনের সঙ্গে গুরুত্বপূর্ন আলোচনায় বসেছিলেন শ্রীজিৎ রায় এবং জয়দীপ মুখোপাধ্যায়ের প্রজেক্টের নির্মাতারা।

প্রসঙ্গত শুক্রবার সকালে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। ইচ্ছে করে কিছু কিছু জায়গায় শ্যুটিং বন্ধ করা হয়েছে। শিল্পীরা মেকআপ করে বসে আছে, অথচ সব কিছু ইচ্ছাকৃত ভাবে লেট করা হচ্ছে। শ্যুটিং বন্ধ করে দিয়ে কী আলোচনা হবে বিষয়টাই তো বুঝতে পারছি না। তিনি বলেন, কাজ বন্ধ করে দেওয়ার পর কোনও আলোচনা হয় নাকি?

তবে সূত্রের খবর শুক্রবার কর্মবিরতির ডাক দিলেও বেশ কিছু জায়গায় শ্যুটিং হয়েছে। আর সেইকাজে অধিকাংশ জায়গায় শ্যুটিংয়ের হাল ধরতে হয়েছে সহকারী পরিচালকদের। এদিন ফেসবুকের একটি পোস্ট করে টেকনিশিয়ানদের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন শ্রীজিৎ রায়। তবে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কবে পুরোপুরি সব স্বাভাবিক হয়ে উঠবে এখন সেটাই দেখার বিষয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী