কমপক্ষে ২৫ লক্ষ লোকের সমাগম, কলকাতা বইমেলায় কত কোটির বিক্রি হল জানেন?

Published : Feb 11, 2025, 03:36 PM IST
Book Fair

সংক্ষিপ্ত

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রায় ২৫ লক্ষ মানুষের সমাগম হয়েছে এবং ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় বই বিক্রি বেড়েছে, যদিও দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম।

সারা বছর বই প্রেমীরা এই দিনটির অপেক্ষায় থাকেন বইমেলার। শহরবাসী তো বটেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন এখানে। এই রবিবার শেষ হয়েছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলায় কত ভিড় হল, কত টাকার বই বিক্রি হল তা নিয়ে অনেকের মনে রয়েছে প্রশ্ন। রিপোর্ট বলছে, কমপক্ষে ২৭ লক্ষ লোকের সমাগম, কলকাতা বইমেলায় কত কোটির বিক্রি হল জানেন?

বইমেলা শেষ হতেই বইমেলায় ভিড় ও বই বিক্রির হিসেব দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গত বারের তুলনায় বাড়ল কি বিক্রি তা নিয়ে প্রশ্ন সকলের মনে।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীব চট্টোপাধ্যায় জানান, এবার বইমেলায় ২৫ লক্ষ মানুষ এসেছিলেন। গতবার তা ছিল ২৯ লক্ষ। কেন, এই ভিড় কমল তাও জানান ত্রিদীব চট্টোপাধ্যায়। বলেন, গতবার ১৪ দিন বইমেলা হয়েছিল। তার মধ্যে আবার ২ দিন জাতীয় ছুটি ছিল। যে কারণে ভিড় হয়েছিল বেশি।

তিনি আরও বলেন, এবার মেলা শুরু হয়েছিল ২৮ জানুয়ারি। উদ্বোধনের পর থেকেই বইপ্রেমীদের ভিড় উপচে পড়েছিল। পরিবার ও বন্ধুদের সঙ্গে যেমন অনেকে এসেছেন তেমনই অনেককে দেখা গিয়েছে একা একা। এবার ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। গতবারের তুলনায় তা প্রায় ২ কোটির বেশি।

এবছর শেষ দিনে অতিরিক্ত এক ঘন্টা বেশি খোলা ছিল বইমেলা। অন্যান্য দিন রাত ৮টায় বইমেলার দরজা বন্ধ হয়। সেদিন রাত ৯টায় বন্ধ হয়েছিল। অন্যান্য দিনের তুলনায় শেষ দু দিন অর্থাৎ শনি ও রবিবার বেশি ভিড় হয়েছিল। বইপ্রেমীদের কথায়, আবার অপেক্ষা এক বছরের। পরের বছর কবে মেলা বসবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে জানা যাচ্ছে, ২০২৬ সালের বইমেলার দিন এখনও নিশ্চিত করা হয়নি। তবে জানা যাচ্ছে, আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারির শুরুর সপ্তাহে চলবে মেলা। সব মিলিয়ে এবছরের বইমেলা ছিল জমজমাট। 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?