৪৫ হাজারের টি-শার্ট পরা নিয়ে ফিরহাদ হাকিমকে খোঁচা অগ্নিমিত্রার, বিধায়কের বেতনের অংক মনে করালেন

Published : Feb 10, 2025, 09:07 PM IST
Firhad Hakim advises BJP MLA Agnimitra Paul to join TMC bsm

সংক্ষিপ্ত

সোমাবার বির্তক শুরু হল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেছেন, পোড়া বস্তি যাওয়ার সময় মেয়র যে টি শার্ট পড়েছেন তার মূল্য ৪৫ হাজার টাকা। আর তা নিয়ে তিনি মেয়রকে কটাক্ষ করতেও ছাড়েন নি।

নারকেলডাঙ্গার পোড়া বস্তিতে দামি টি শার্ট পরে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। আর সেই বিষয়টিকে তুলে ধরে খোঁচা দিতে ছাড়লেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি সোস্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন, টি শার্টের ব্রান্ডের নাম তুলে ধরে লিখেছেন মেয়র যে টি শার্ট পরে গিয়েছেন ৪৫ হাজার টাকা তার দাম। তৃণমূল নেতারা আবার গরীবের কথা বলেন। তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ১ লক্ষ ২০ টাকা বিধায়কের মাসিক বেতন, তাহলে এত দামী পোষাক পরে যায় কীভাবে?

শনিবার ভয়াবহ আগুনে ভষ্মীভূত একের পর এক নারকেলডাঙ্গার খাল পাড়ের ঝুপড়ি। ঘটনাস্থল পরিদর্শনে রবিবার দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। আর সোমাবার বির্তক শুরু হল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ঘিরে। তিনি দাবি করেছেন, পোড়া বস্তি যাওয়ার সময় মেয়র যে টি শার্ট পড়েছেন তার মূল্য ৪৫ হাজার টাকা। আর তা নিয়ে তিনি মেয়রকে কটাক্ষ করতেও ছাড়েন নি। এমনকি একজন বিধায়কের মাসিক বেতন কত তাও মনে করিয়ে দিলেন ।

সাংবাদিকরা বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করতেই সপাট জবাব দিয়ে দিলেন তিনি । একেবারে যথাযথ উত্তরে বিঁধলেন বিজেপি নেতৃত্বকে। এদিন ফিরহাদ হাকিম বলেন, লোগো কা কাম হ্যায় কেহেনা। এই শার্টটা যদি আপনি গিফট দেন ফেলে দেব রাস্তায়,কেউ উপহার দিলে পরব না? উল্টে এমনই প্রশ্ন করলেন মেয়র। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নিজেই তো ১০ লক্ষ টাকার শুট পরেন সেটা কাউন্টার করতে গেলে অন্তত ৪৫০০০ খুঁজে পেয়েছে ভাল।

কলকাতার তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বলে পরিচিত ফিরহাদ হাকিম। তিনি রাজ্যের গুরুত্বপূর্ন দফতরের মন্ত্রী ও কলকাতার মেয়র। রাজনৈতিক আঙ্গিনায় তিনি অত্যন্ত সক্রিয় ব্যক্তিত্ব। তাই তার ব্যক্তিগত জীবন বা পছন্দ নিয়ে চর্চা শুরু হতেই সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের