
BJP Mocked TMC on Corruption: 'এই IPL সিজ়ন-এ, তৃণমূল কংগ্রেসেরও একটা টিম আছে — নাম 'ড্রিম করাপ্ট ১১'!' ঠিক এই ভাষাতেই রাজ্যের শাসক দলকে ব্যঙ্গ করল প্রধান বিরোধী দল বিজেপি (BJP)। তৃণমূল কংগ্রেসের (TMC) দুর্নীতিগ্রস্তদের নিয়ে তৈরি একাদশে যাঁদের রাখা হয়েছে, তাঁদের ছবিও সোশ্যাল মিডিয়া পোস্টে দিয়েছে রাজ্য বিজেপি। এই দলের অধিনায়ক করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সহ-অধিনায়ক করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। মমতার বিরুদ্ধে এখনও সরাসরি কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। অভিষেককে একাধিকবার কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়তে হলেও, তাঁকে গ্রেফতার করা হয়নি। তা সত্ত্বেও মমতা ও অভিষেককে নিশানা করছে বিজেপি।
বিজেপি-র গড়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্তদের একাদশের বাকি সদস্যরা হলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), অরূপ বিশ্বাস (Aroop Biswas), জ্যোতিপ্রয় মল্লিক (Jyotipriya Mallick), অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), শওকত মোল্লা (Saokat Molla), শেখ শাহজাহান (Sheikh Shahjahan), গৌতম দেব (Gautam Deb) ও অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজ্য বিজেপি-র এই পোস্ট। রাজনৈতিক মহলে এই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিজেপি-কে পাল্টা খোঁচা তৃণমূল কংগ্রেস সমর্থকদের
সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপি-র এই পোস্টে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা পাল্টা কটাক্ষ করে লিখছেন, 'শুভেন্দু অধিকারী নামটা নেই কেন?' বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) এখন বিজেপি-তে। তবে তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে কথা উল্লেখ করেই খোঁচা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এই তালিকায় কুণাল ঘোষ (Kunal Ghosh), মদন মিত্রর (Madan Mitra) মতো তৃণমূল কংগ্রেস নেতাদের নাম নেই, সেই প্রশ্নও করছেন অনেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।