শনিবার সকাল থেকে ২১ ঘন্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, হবে পাইপ মেরামতির কাজ

Published : Jan 17, 2025, 04:12 PM IST
Drinking Water Plant

সংক্ষিপ্ত

পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন সহ একাধিক এলাকায় পাম্পিং স্টেশন বন্ধ থাকবে।

পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। শনিবার সকাল ৯ টা রবিবার সকাল ৬টা পর্যন্ত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকায় পাম্পিং স্টেশন বন্ধ থাকবে। এই সময় পাইপলাইনের মাধ্যনে পানীয় জল পাবেন না গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা ও বজবজ এলাকার মানুষ। কলকাতা পুরসভার তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪,১৫ এবং ১৬ নম্বর বরোয় সম্পূর্ণ ভাবে এবং ১২ নম্বর বরোয় আংশি ভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। জানা গিয়েছে, পানীয় জল পরিষেবা বন্ধ রেখ পাইপলাইন মেরামতি এবং ভালভ সারাইয়ের কাজ চলবে।

এদিকে গত বছর ডিসেম্বর মাসে ১৪ ঘন্টা বন্ধ ছিল টালা পাম্পিং স্টেশন। সে সময় সমস্যায় পড়েছিলেন উত্তর কলকাতার মানুষজন। এবার চিন্তার ভাঁজ দক্ষিণ কলকাতার মানুষজনের।

শনিবার বন্ধ থাকবে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকায় পাম্পিং স্টেশন।

এদিকে কদিন আগে জানা গিয়েছিল, দক্ষিণ কলতাকা ও সংযুক্ত এলাকায় হচ্ছে ৪টে নতুন পানীয় জলের বুস্টিং পাম্পিং স্টেশন। যার ফলে উপকৃত হবেন ২ লক্ষ মানুষ। এমন দাবি করেছিল পুরনিগম। কলকাতার দক্ষিণ অংশ এমনিতেও ব্যাপক জলকষ্ট। সেখানে বিস্তীর্ণ অঞ্চলে এনও ভরসা ভূগর্ভস্থ জল। এই ছবি বদলের উদ্যোগ নিয়েছে কলকাতা পুরনিগনের বর্তমান বোর্ড। ধাপে ধাপে দক্ষিণ ও সংযুক্ত এলাকায়র বিভিন্ন অংশে পরিশ্রুত পানীয় জল পৌঁছাতে উদ্যোগ নিচ্ছে। ৯৭, ১০০, ১০৩, ১০৬ এই চারটি ওয়ার্ডে হচ্ছে চারটি পরিশ্রুত পানীয় জলের বুস্টিং পাম্পিং স্টেশন।

সে যাই হোক, আগামীকাল বন্ধ থাকবে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকায় পাম্পিং স্টেশন। যাতে বিপাকে পড়তে চলেছেন অনেকেই।

 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?