
Kunal Ghosh: নবান্ন অভিযান। সিবিআই তদন্তের দাবি জানিয়েও ফের সিবিআইয়ের প্রতি অনাস্থা। টাকা দিয়ে সিজিও-তে সেটিংস করা হয়েছে। এইরকম একাধিক অভিযোগ তুলে রীতিমত হুমকির সুর শোনা গিয়েছে আরজি.করের নির্যাতিতার বাবা-মায়ের গলায়। এবার তাদেরকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্গলবারই আইনজীবী মারফত নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। একইসঙ্গে চারদিনের মধ্যে ওই চিঠির জবাবও দিতে বলা হয়েছে। নচেৎ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
মঙ্গলবার এই বিষয়ে একটি বার্তা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, ''অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন," সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।" ওঁরা যাদের মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর 4 দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।''
জানা গিয়েছে, আরজি করের নিহত নির্যাতিতা চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তভার প্রথমে কলকাতা পুলিশের হাতে থাকলেও পরে নির্যাতিতার পরিবারের চাপে তা হস্তান্তর হয় সিবিআইয়ের হাতে। সেই সিবিআই তদন্ত নিয়েও সম্প্রতি অনীহা প্রকাশ করেছেন নির্যাতিতা তরুণীর বাবা-মা। বিভিন্ন সময় বয়ান বদল করেছেন বলেও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি সিবিআইয়ের সঙ্গে রাজ্য সরকারের সেটিংস আছে বলেও অভিযোগ করেন তারা। সাংবাদিকদের বলেন, 'কুণাল ঘোষ সিজিও-তে গিয়ে সিবিআই-কে টাকা দিয়ে সমস্ত কিছু সেটিংস করে এসেছেন।''
নির্যাতিতার বাবার এমন অভিযোগে তেড়েফুড়ে উঠেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মঙ্লবারই নির্যাতিতার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন যে, 'চারদিনের মধ্যে যদি নির্যাতিতার বাবা চিঠির জবাব না দেন তাহলে তার বিরুদ্ধে মামলা করবেন তিনি।' আর এতেই বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নির্যাতিতার পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।