DA Hike News: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না মিললে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

Published : Oct 02, 2025, 05:34 PM IST
DA Hike

সংক্ষিপ্ত

DA Hike News: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না বাড়লে পুজোর পরে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

DA Hike News: মহার্ঘ্য ভাতা না মেটালে পুজোর পর রাজ্য সরকারী কর্মচারীদের তীব্র আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে। কেন্দ্র সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্য সরকারকে হুমকি। কড়া বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। 

এই বিষয়ে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন যে, ''প্রত্যাশিতভাবেই উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকার তাঁর কর্মচারীদের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে তিন শতাংশ অতিরিক্ত হারে অর্থাৎ মোট ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। ঠিক একই ভাবে এই রাজ্যের কর্মচারীরা, যাঁরা AICPI -এর মূল্যবৃদ্ধির কোপ সহ্য করেন, অথচ তাঁদের বর্তমানে ডিএ হচ্ছে ১৮ শতাংশ। মহার্ঘ ভাতার তফাৎ ৪০ শতাংশ।'' যা নিয়ে ফের আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠল সংগ্রামী যৌথ মঞ্চ। 

মহার্ঘ ভাতা নিয়ে কী বলছে যৌথ সংগ্রামী মঞ্চ? 

এখানেই শেষ নয়। তিনি অভিযোগ করে আরও বলেন, ''সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ক্ষেত্রের বকেয়া বঞ্চনা ভারতের আর কোনও রাজ্য করে না। আমাদের দেশে এমন অনেক রাজ্য আছে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল। আবার অনেক রাজ্য বাংলার থেকেও অর্থনৈতিক দিক থেকেও পিছিয়ে। তবুও তারা মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গের মতো এইরকম শতাংশের বঞ্চনা করে না।''

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা অন্য মোড় নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের পর এবার রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে একটি চূড়ান্ত লিখিত সাবমিশনবা লিখিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। যা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পাারে।

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মদের পক্ষ থেকে লিখিত রিপোর্টে রাজ্য সরকারের দাবির পক্ষ থেকে যুক্তি খাড়়া করা হয়েছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডিএর দাবিতে মান্যতা দেওয়া হয়েছে। কেন কেন্দ্রীয় হারে ডিএ রাজ্য সরকারি কর্মীরা চাইছেন তাও বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্যের সঙ্গে বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে আইনজীবীরা জানিয়েছে, ডিএ কোনও দয়ার দান নয়, এটি রাজ্য সরকারি কর্মীদের আইনত একটি অধিকার। কলকাতা হাইকোর্ট আগে এক রায়ে ডিএ - কে কর্মীদের অধিকার হিসেবেই স্বীকৃতি দিয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি