
নিম্নচাপের জেরে নবমীর রাত থেকেই বঙ্গে ধেয়ে এসেছে দুর্যোগ। দশমীর বেলা গড়াতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করে। তাই সতর্ক কলকাতা পুরসভা। নবমীর বিকেলে কলকাতা পুরসভায় জরুরী বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জরুরি নির্দেশ দেন মেয়র।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ভারী বৃষ্টি শুরু হলে এবং জল জমে গেলে শহরের মণ্ডপগুলির উদ্যোক্তাদের কাছে অনুরোধ সিইএসসিকে দিয়ে বন্ধ করে দিন অস্থায়ী বিদ্যুৎ সংযোগ। শুধু তাই নয় ভারী বৃষ্টি শুরু হলে বিভিন্ন বাড়ির বাইরে ছাদ থেকে যে আলোকসজ্জা দেওয়া হয় তাও বন্ধ রাখার নির্দেশ মেয়রের। দুর্যোগ মোকাবেলায় নবমীর রাত থেকে গোটা শহরে মণ্ডপে মণ্ডপে প্লাস্টিক বোতল থেকে শুরু করে বিভিন্ন খাবার প্যাকেট ইত্যাদি পরিষ্কার করার কাজ শুরু করবে জঞ্জাল অপসারণ বিভাগ।
পুজো উদ্যোক্তাদের কলকাতা পুরসভার সঙ্গে সহযোগিতা করার আবেদন করেছেন ফিরহাদ। একইসঙ্গে পুজো উদ্যোক্তাদের কাছে কলকাতা পুরসভার আবেদন বিগত দিনে যে রকম মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছিল কলকাতায়, সেই রকম বিপর্যয় পরিস্থিতি যদি তৈরি হয় দশমীর দিন কলকাতায় তাহলে পুজো উদ্যোক্তাদেরও যাতে জল বেরোনোর বিভিন্ন নর্দমা গুলিতে প্লাস্টিক বা অন্য কোন ধরনের বস্তু এসে আটকে না যায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি বলেন শহরের সবকটা পাম্পিং স্টেশনে কর্মীদের মজুত রাখা হচ্ছে। শুধু তাই নয় শহরে একটানা বৃষ্টিতে জল জমে গেলে যে সব নিচু এলাকা আছে সেখান থেকে যাতে জল দ্রুত অপসারণ করা যায় তার জন্য অতিরিক্ত পাম্প নিয়ে আসা হয়েছে বিভিন্ন এলাকায়। এর পাশাপাশি বৃহস্পতিবার দশমী তিথি। গঙ্গার ঘাট গুলিতে দুপুরের পর থেকে নিরঞ্জন শুরু হবে। তাই গঙ্গার ঘাট গুলি পরিদর্শনে নবমীর রাতে যান মেয়র নিজে।
তিনি জানিয়েছেন গঙ্গার ঘাট গুলিতে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষের কর্মীরা থাকবেন। একটানা বৃষ্টি হতে থাকলে সে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কলকাতা পুলিশ কিছুক্ষনের জন্য নিরঞ্জন বন্ধ রাখবে। ফের বৃষ্টি কমলে যাতে সাবধানতা অবলম্বন করে কোন অঘটন না ঘটে সেই ভাবেই নিরঞ্জন পর্ব চালাবে কলকাতা পুরসভা। দশমীর ভোররাত থেকে ভারী বৃষ্টি শুরু হবে তাই বিগত দিনের শহরে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে পুনরায় কলকাতা শহরে জল জমলে সেই জল অতি দ্রুত যাতে নিষ্কাশন করা যায় তার জন্য সমস্ত রকম চেষ্টা চালাবে কলকাতা পুরসভা।
কিন্তু গঙ্গায় জোয়ার এলে সেই সময় লক গেট বন্ধ করে দিতে হবে। সে ক্ষেত্রে জমা জল বেরোতে কিছুটা সময় লাগবে। কলকাতা পুরসভার মেয়র এর পক্ষ থেকে নিম্নচাপের দরুন যে দুর্যোগ বঙ্গে আসছে তার জন্য কলকাতা পুরসভাকে সহযোগিতা করতে বিভিন্ন পুজো কমিটিগুলিকে আবেদন জানিয়েছেন ফিরহাদ হাকিম।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।