Blue Line Metro Update: একইদিনে মেট্রোয় জোড়া ভোগান্তি! বেলগাছিয়ায় আত্মহত্যার চেষ্টা, ফের বিপর্যস্ত ব্লু লাইনে পরিষেবা

Published : Jun 30, 2025, 12:16 PM IST
Kolkata Metro

সংক্ষিপ্ত

Blue Line Metro: জলযন্ত্রণার পর আত্মহত্যা। ফের কলকাতায় মেট্রোয় ব্যাপক ভোগান্তি। বন্ধ পরিষেবা। কোথা থেকে বন্ধ মেট্রো পরিষেবা? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Kolkata Metro: সপ্তাহের শুরুতেই একইদিনে জোড়া ভোগান্তি কলকাতা মেট্রোরেলে (Kolkata Metrorail News)। দিনের শুরুতেই টানেলে জমা জলের কারণে থমকে ছিল মেট্রো পরিষেবা। পাইপ দিয়ে জল বের করে পরিষেবা স্বাভানিক হতে না হতেই ফের মেট্রোয় আত্মহত্যা। ব্লু লাইনে মেট্রোয় আত্মহত্যার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। সূত্রের খবর, সোমবার অফিস টাইমে জল জমে ভোগান্তির পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই প্রথম মেট্রোয় সুইসাইড। বেলগাছিয়া মেট্রো স্টেশনে। ফের বিপর্যস্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা।

মেট্রোরেল সূত্রে খবর, এদিন সকাল ১০.৫৮ মিনিট থেকে ফের মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় বিপত্তি। বেলগাছিয়া মেট্রো স্টেশনে ডাউন লাইনে একজন ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে খবর। ১১টা ২০ মিনিট নাগাদ ডাউন লাইনে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। যারফলে দীর্ঘ জলযন্ত্রণার পর মেট্রো পরিষেবা শুরু হলেও ঘন্টাখানেকের মধ্যে ফের ব্যাহত হয়ে যায় পরিষেবা। বর্তমানে আংশিক পরিষেবা চলছে বলে জানা গিয়েছে। মেট্রোরেলের তরফে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, রাতভর লাগাতার বৃষ্টি। তার জেরে ফের মেট্রো পরিষেবায় চরম ভোগান্তি। চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল। তার ফলে আংশিক বন্ধ মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে মেট্রো । বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন যাত্রীরা। যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কতক্ষণে পুরোপুরি পরিষেবা শুরু হবে, তা এখনও জানা যায়নি।

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, চাঁদনি চক ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে গিয়েছে। যার ফলে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। মাঝের অংশ আপাতত বন্ধ মেট্রো পরিষেবা। পাম্প দিয়ে জল বার করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরোপুরি পরিষেবা শুরু করতে বেশ কিছুটা সময় লাগবে।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যায়। ওইদিন যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে নিকাশি নালা আচমকা ভরে যায়। জলের পাইপ ফেটে নিকাশি নালা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই মেট্রোর থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেরামতির পর শুরু হয় পরিষেবা। দুপুর ৩টে ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এতক্ষণ পরিষেবা বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড়ও জমে যায়। সবমিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরতে যেন কালঘাম ছোটে মেট্রো যাতায়াতকারীদের। তার ঠিক ২ দিন পর একই জলযন্ত্রণা। তবে এবার টানেলে জল চলে আসার নেপথ্যে সম্ভবত বৃষ্টি। পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট