
Kolkata Traffic News: শহিদ স্মরণ ঘিরে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ শাসক শিবির তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট। রবিবার রাত থেকেই ভিড় বাড়ছে শহরে। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় জনজোয়ার। কিছুক্ষণের মধ্যেই দলের উদ্দেশে, রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলনেত্রীর বার্তা শুনতে সকাল থেকেই ট্রেনে-বাসে-মেট্রোয় চেপে ধর্মতলায় আসতে শুরু করেছেন দূর-দূরান্তের জেলার কর্মী সমর্থকরা। বেলা যত বাড়বে ভিড় যে তত বাড়বে তার জন্য শহরের রাস্তাঘাটের যান নিয়ন্ত্রণে আগাম সতর্ক কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে আগে থেকেই যান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ ও ট্রাফিক বিভাগ।
২১ জুলাই শহরের কোন কোন পথে যান নিয়ন্ত্রণ?
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ হল - সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল ৯টার মধ্যে ওই মিছিল যেখানে থাকবে, সেখানেই রাশ (সেটল ডাউন) টানতে হবে। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোনও যানজট না হয়। কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা, সেন্ট্রাল কলকাতা এবং তার আশেপাশের ৫ কিমি এলাকায় কোনও যানজট যাতে না হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে। কলকাতা পুলিশ এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বেলা ১১টার পরে আবার মিছিল যেমন যায়, তেমন যাবে।
২১ জুলাই শহিদ দিবস ঘিরে ট্র্যাফিক বিধিনিষেধ জারি কলকাতা পুলিশ কমিশনারের
১. আমহার্স্ট স্ট্রিট – উত্তর থেকে দক্ষিণ
২. বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত) – দক্ষিণ থেকে উত্তর
৩. কলেজ স্ট্রিট – দক্ষিণ থেকে উত্তর
৪. ব্র্যাবোর্ন রোড – উত্তর থেকে দক্ষিণ
৫. স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত) – উত্তর থেকে দক্ষিণ
৬. বি বি গাঙ্গুলি স্ট্রিট – পূর্ব থেকে পশ্চিম
৭. বেনটিঙ্ক স্ট্রিট – দক্ষিণ থেকে উত্তর
৮. নিউ সিআইটি রোড – পশ্চিম থেকে পূর্ব
৯. রবীন্দ্র সরণি (বি কে পল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত) – দক্ষিণ থেকে উত্তর
অতিরিক্ত নিষেধাজ্ঞা:-
মালবাহী গাড়ি (এলপিজি, পেট্রোল, ওষুধ, শাকসবজি, মাছ, দুধ ইত্যাদি বহনকারী ছাড়া) শহরের মধ্যে সকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশ করতে পারবে না।
সব ধরনের যানবাহন ২১ জুলাই দিনটিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন অঞ্চল যেমন এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথেড্রাল রোড, কুইনসওয়ে, লভার্স লেন, কাসুয়ারিনা অ্যাভিনিউ পর্যন্ত কোনও অংশে পার্কিং করা যাবে না। ট্রাম-সহ সমস্ত ধরনের গাড়ি ও ঠেলাগাড়ি ওই দিন ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মিছিলের রুটে চলাচল করতে পারবে না।
এছাড়াও সাধারণ মানুষ যদি কোনও রকম সমস্যায় পড়েন সমস্যা সমাধান করার জন্য ৩ টি টোল ফ্রি নাম্বার চালু করেছে কলকাতা পুলিশ। কেউ কোনও অসুবিধায় পড়লে এই নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশ্বাস কলকাতা পুলিশ কমিশনারের।
১। ১০৭৩
২। ৯৮৩০৮ ১১ ১১১
৩। ৯৮৩০০ ১০০০০
এছাড়াও ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে কেন্দ্র করে শহরে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থায় একাধিক বিধিনিষেধ আরোপ করেছে কলকাতা পুলিশ। জারি হওয়া বিজ্ঞপ্তিতে কমিশনার অব পুলিশ মনোজ কুমার বর্মা জানান, ২১ জুলাই সকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক রাস্তায় যান চলাচলের উপর নিয়ন্ত্রণ থাকবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।