দুর্গাপুজো ২০২৫: 'মুখ বুজে অত্যাচার সহ্য নয়, সরব হোক মেয়েরা,' থিমের মাধ্যমে বার্তা

Published : Sep 30, 2025, 03:21 PM IST

Kolkata Durga Puja 2025: দুর্গাপুজোর সময় সারা বাংলাতেই নানা ধরনের শিল্পের ছোঁয়া দেখা যায়। শুধু নান্দনিকতাই নয়, থিমের মাধ্যমে সামাজিক বার্তাও দেওয়া হয়। এবার বাটানগরের কাছে মেহমানপুর রামকৃষ্ণ নগর সমিতির পুজোর তেমনই এক সামাজিক বার্তা দেখা যাচ্ছে।

PREV
16
'শুধুই নয় রূপকথা, শোনা আমাদের চুপকথা,' এবার দুর্গাপুজোয় নারীকেন্দ্রিক থিম

দুর্গাপুজোর মণ্ডপে মেয়েদের বার্তা

ভারতে প্রাচীনকাল থেকে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা দেখা গিয়েছে। অনেক ক্ষেত্রেই পুরুষদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন মহিলারা। কিন্তু তারপরেও সমাজে মহিলাদের অবহেলিত, অত্যাচারিত হতে হচ্ছে। সে কথা মনে করিয়ে দিচ্ছে বাটানগরের কাছে মেহমানপুর রামকৃষ্ণ নগর সমিতি দুর্গাপুজো কমিটি। এখানে এবার দুর্গাপুজোর থিম ‘শুধুই নয় রূপকথা, শোনা আমাদের চুপকথা।’ এই থিমের মাধ্যমে মেয়েদের বিশেষ বার্তা দেওয়া হচ্ছে।

DID YOU KNOW ?
পুজোয় সামাজিক বার্তা
রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুিজোর থিম 'শুধুই নয় রূপকথা, শোনা আমাদের চুপকথা।'
26
'মেয়েরা মুখ বুজে অত্যাচার সহ্য না করে প্রতিবাদে সোচ্চার হোক,' বার্তা সভাপতির

'সরব হোক মেয়েরা'

রামকৃষ্ণ নগর সমিতি দুর্গাপুজো কমিটির সভাপতি সুধীর কুমার দাস জানিয়েছেন, 'সনাতন ধর্মে প্রাচীনকাল থেকে মহিলাদের বিশেষ সম্মান দেওয়া হয়েছে। ইতিহাসে আমরা গার্গী, মৈত্রেয়ী, অপালার মতো নারীদের কথা পড়েছি। তাঁরা যেমন বিদুষী ছিলেন, তেমনই শক্তিশালীও ছিলেন। কিন্তু পরবর্তীকালে নানা কারণে মেয়েদের পিছিয়ে পড়তে হয়েছে। এখন অবশ্য মেয়েরা নানা ক্ষেত্রে উন্নতি করছে। আমরা চাই নারী জাগরণ হোক।'

৭০
রামকৃষ্ণ নগর সমিতিতে এবার ৭০ বছরের দুর্গাপুজো।
বাটানগরের কাছে মেহমানপুর রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজো এবার ৭০ বছরে পা দিল।
36
৭০ বছরের দুর্গাপুজোয় মেয়েদের উপর অত্যাচার বন্ধ, সমান ক্ষমতা দেওয়ার দাবি

৭০ বছরের পুজো

রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজো এবার ৭০ বছরে পা দিল। সভাপতি সুধীর কুমার দাস বলেছেন, 'আমরা অতীতে সতী প্রথা দেখেছি। সেই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। একসময় দেখা গিয়েছে, মাতৃগর্ভে সন্তান এলেই তার লিঙ্গ পরীক্ষা করা হত। মেয়ে হবে জানতে পারলেই ভ্রুণহত্যা করা হত। এখন আইন করে ভ্রুণের লিঙ্গ পরীক্ষা বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও কন্যা ভ্রুণ হত্যা, ডাস্টবিনে কন্যাসন্তানকে ফেলে রেখে যাওয়ার ঘটনা দেখা যাচ্ছে। আমরা এর বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছি।'

46
সমাজে সব বয়সের মহিলার প্রতি অবহেলা, অত্যাচার বন্ধের দাবিতে সরব পুজো কমিটি

'দেবী রূপে মেয়েদের সম্মান করা হোক'

সুধীরবাবু আরও বলেছেন, 'আমরা তো সনাতন ধর্মে মেয়েদেরই পুজো করি। মেয়েরাই তো দেবী। মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী রূপে মেয়েদের পুজো করা হয়। কিন্তু সেই মেয়েদের উপরেই অত্যাচার করা হয়। একসময় সাত-আট বছর বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হত। এখনও অনেক জায়গাতেই নাবালিকাদের বিয়ে দেওয়া হয়। আমরা চাই মেয়েরা সব ক্ষেত্রে উন্নতি করুক, নিজেদের অধিকার পাক, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাক।'

56
রামকৃষ্ণ নগর সমিতির এবারের দুর্গাপুজোর থিম স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে

মহিলাদের নজর কাড়ছে দুর্গাপুজোর থিম

রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজো কমিটির সদস্য সৌরভ, সায়ন জানিয়েছেন, তাঁদের এই মণ্ডপ তৈরি করতে এক মাসের মতো সময় লেগেছে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যায় পড়তে হলেও মণ্ডপের কোনও ক্ষতি হয়নি। পঞ্চমীর দিন উদ্বোধনে এসেছিলেন অভিনেত্রী মানসী সিনহা। উদ্বোধনের পর থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এত বেশি সাড়া পাবেন বলে ভাবতে পারেননি বলে জানিয়েছেন সৌরভ-সায়নরা।

66
'মেয়েরা প্রতিবাদ করতে শিখুক, এগিয়ে আসুক, উন্নতি করুক,' বার্তা সভাপতির

মেয়েদের উন্নতিই লক্ষ্য

সুধীরবাবু আরও বলেছেন, 'মেয়েরা যেন ঘরে-বাইরে কোথাও অত্যাচার সহ্য না করে। তারা যেন প্রতিবাদ করে। মেয়েরা এগিয়ে আসুক, সব ক্ষেত্রে উন্নতি করুক।' মেয়েদের উপর অত্যাচারের পিছনে আর্থ-সামাজিক-সহ নানা ধরনের কারণ রয়েছে। সেক্ষেত্রে পুরুষদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। রামকৃষ্ণ নগর সমিতি সে কথাও মনে করিয়ে দিচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories