উৎসবের মরশুমে কলকাতা মেট্রো ভাঙল অতীতের রেকর্ড, একদিনেই ১০ লক্ষ যাত্রীবহন

Published : Sep 30, 2025, 06:41 AM IST

Kolkata Metro Rail Update: উৎসবের মরশুমে এমনিতেই অতিরুক্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বোধনের পরই যাত্রী ভিড়ে রেকর্ড করল কলকাতা মেট্রো। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
উৎসবের মরশুমে ব্যাপক ভিড় কলকাতা মেট্রোয়

কলকাতার দ্রুত সম্প্রসারণশীল মেট্রোরেল পরিষেবা শহরের গণপরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষত উৎসবের মরশুমে এই পাতাল রেলই হয়ে উঠেছে লক্ষ লক্ষ যাত্রীর লাইফলাইন। কারণ, মেট্রো রুটেই শহরের উত্তর থেকে দক্ষিণ একাধিক বড় পুজোর প্রতিমা দর্শন খুব সহজেই করা যায়। ফলে দূরদুরান্ত থেকে আগত দর্শনার্থীরা ভরসা রাখছেন কলকাতা মেট্রোরেলের উপরে। শুধু তাই নয়, গত ২২ অগাস্ট থেকে কলকাতার নয়া তিন রুটের মেট্রো পরিষেবা সম্প্রসারণ হওয়ায় যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে বলেই মনে করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

25
যাত্রী ভিড়ে ভাঙল পুরনো রেকর্ড

দুর্গাপূজার পঞ্চমী, অর্থাৎ গত ২৭ সেপ্টেম্বর কলকাতা মেট্রো তার পুরনো সব রেকর্ড ভেঙে একদিনে ৯.৮২ লক্ষ যাত্রী পরিবহণ করেছে। যা এক নতুন মাইলফলক স্থাপন করেছে। এই সংখ্যাটি গত বছর মহা ষষ্ঠীর দিনের পূর্ববর্তী রেকর্ড ৯.৬১ লক্ষকে ছাপিয়ে গিয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

35
মেট্রোর নতুন তিন রুটে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই বিপুল যাত্রীসংখ্যা স্পষ্টতই প্রমাণ করে যে শহরের নাগরিকরা যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোকেই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। এই অভূতপূর্ব সাফল্যের মূলে রয়েছে মেট্রো পরিষেবার নিরবচ্ছিন্ন সম্প্রসারণ। ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) পাশাপাশি গ্রিন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর) এবং পার্পল লাইনের (জোকা-মাঝেরহাট) আংশিক রুট চালু হওয়ায় যাত্রী পরিবহন ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

45
পুজোর মরশুমে মেট্রোয় রেকর্ড ভিড়

গত ২৭ সেপ্টেম্বরের মোট যাত্রীর মধ্যে শুধুমাত্র ব্লু লাইনেই ভ্রমণ করেছেন ৭.৪৩ লক্ষ মানুষ এবং গ্রিন লাইনে যাত্রীসংখ্যা ছিল ২.২১ লক্ষ। এই পরিসংখ্যানগুলো নতুন রুটগুলির দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার ইঙ্গিত দেয়। এছাড়া, ২০২৪-২৫ অর্থবর্ষে কলকাতা মেট্রো মোট ২১.৮১ কোটি যাত্রী বহন করেছে, যা আগের বছরের চেয়ে ১৩.৩০ শতাংশ বেশি।

55
মেট্রোতেই আস্থা জনগণের

আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন—মোবাইল কিউআর টিকিটিং এবং স্মার্ট কার্ডের সুবিধা—যাত্রীদের অভিজ্ঞতাকে আরও মসৃণ করেছে। কলকাতা মেট্রোর এই ক্রমবর্ধমান যাত্রীসংখ্যা কেবল একটি পরিবহন পরিসংখ্যান নয়, বরং এটি মহানগরীর জীবনযাত্রার পরিবর্তন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে কলকাতা মেট্রো দেশের দ্রুততম গণপরিবহণ মাধ্যমগুলির মধ্যে অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories