দুর্গাপুজো কার্নিভালঃ রেড রোডে জমকালো অনুষ্ঠান, ডান্ডিয়া নাচে অংশ নিলেন মমতা

রেড রোডে জমকালো অনুষ্ঠান। 

রেড রোডে জমকালো অনুষ্ঠান। দুর্গাপুজোর কার্নিভালে ডান্ডিয়া নাচে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথমবারের জন্য কলকাতায় দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। শহরের সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেয়।

Latest Videos

দুর্গাপুজো উপলক্ষে একটি গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এই গানটিকে কার্নিভালে সেরা পুজোর গান বলে ঘোষণা করা হয় এদিন। গানের সঙ্গেই হয় নৃত্য পরিবেশনা।

উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো কমিটি এদিন হাজির হয় কার্নিভালে। বিভিন্ন থিম দেখে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী। এদিন কার্নিভালে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। গানের তালে তালে ইয়াদের মধ্যে নাচও করেন কেউ কেউ।

এরই মাঝে পুজোর থিমে উঠে আসে ডান্ডিয়া নাচ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অন্যদের সঙ্গে তাতে অংশ নেন। বর্ণাঢ্য একটি অনুষ্ঠান দেখল রেড রোড। এদিকে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী থেকে একঝাঁক কলাকুশলী উপস্থিত ছিলেন এদিনের কার্নিভালে।

নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এবার কার্নিভালে দেখা যায়নি মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই জমজমাট কার্নিভাল। একের পর এক পুজোকমিটি তাদের প্রতিমা নিয়ে সামনে আসে। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই ছিল গান এবং নাচ। সেইসঙ্গে, মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত ছিলেন বিশিষ্টজনরা। দেশ-বিদেশ থেকে আগত প্রতিনিধিরাও কার্নিভালে উপস্থিত ছিলেন। সবার সঙ্গেই আলাপচারিতা সারেন মুখ্যমন্ত্রী।

টানা পাঁচ ঘণ্টা ধরে চলে এই মেগা কার্নিভাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল