'আবার এসো মা ...', ঢাকের বোলে বিদায়ের সুর- দুর্গা প্রতিমা নিরঞ্জনে প্রস্তুত কলকাতা পুলিশ

আবার এসো মা! বাড়ির পুজোর বিসর্জন শনিবার থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু অধিকাংশ বারোয়ারি পুজোর বিসর্জন হবে আজ, রবিবার। তৈরি কলকাতা পুলিশ।

 

Saborni Mitra | Published : Oct 13, 2024 5:56 AM IST / Updated: Oct 13 2024, 12:10 PM IST
110
আবার এসো মা

ঢাঁকের বোসে বিদায়ের সুর। আবার এসো মা। উমার হিমালয় যাত্রা শুরু হয়েছে।

210
শুভ বিজয়া

পঞ্জিকামতে শনিবারই বিজয় দশমী। বাড়ির পুজোর বিসর্জন শনিবারই শুরু হয়েছে। কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ির দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে।

310
বারোয়ারি পুজো

রবিবার, আজ থেকেই শুরু হচ্ছে বারোয়ারি পুজোর নিরঞ্জন। নিরঞ্জনের সময় অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

410
তৈরি ঘাট

লালবাজার সূত্রের খবর, প্রতিমা নিরঞ্জনের জন্য শহরের ৬৯টি ঘাট প্রস্তুত রয়েছে। যার মধ্যে ২৪টি গঙ্গার ঘাট। বাকিগুলি পুকুর ও জলাশয়।

510
বিপর্যয় মোকাবিলা বাহিনী

কলকাতা পুলিশ জানিয়েছে ২৯টি বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রয়েছে। তাদের সঙ্গে থাকবে নৌকা।

610
বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজ

নদীবক্ষে বা জলাশয়ে প্রয়োজন মতো দ্রুত নজরদারি চালানো যায়। এ ছাড়া, বাজেকদমতলা ঘাট এবং রিভার ট্র্যাফিক পুলিশের জেটিতে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল। প্রতিটি দলে ছ’জন করে সদস্য থাকছেন বলে পুলিশ সূত্রের খবর।

710
ডুবুরি থাকছে

বাজেকদমতলা ঘাট ও রিভার ট্রাফিক পুলিশের জেটিতে থাকছে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি। ১৪টি ঘাটে দুই জন করে মহিলা পুলিশ থাকছে।

810
ওয়াচটাওয়ার

পুলিশ জানিয়েছে বিসর্জনের নজরদারি করার জন্য সাতটি ওয়াচটাওয়ার করাহয়েছে। সেখান থেকেই নজরদারি চলবে। থাকছে কুইক রেসপন্স টিম , স্পিড বোট ও জেট স্কি।

910
শনিবার পর্যন্ত নিরঞ্জন

কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার পর্যন্ত প্রায় ২৫০টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নিরঞ্জন দেওয়া যাবে।

1010
মঙ্গলবার কার্নিভাল

মঙ্গলবার রেডরোডে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হবে। কলকাতার সেরা পুজোগুলি সেদিনই বিসর্জন হবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos