ঢাঁকের বোসে বিদায়ের সুর। আবার এসো মা। উমার হিমালয় যাত্রা শুরু হয়েছে।
210
শুভ বিজয়া
পঞ্জিকামতে শনিবারই বিজয় দশমী। বাড়ির পুজোর বিসর্জন শনিবারই শুরু হয়েছে। কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ির দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে।
310
বারোয়ারি পুজো
রবিবার, আজ থেকেই শুরু হচ্ছে বারোয়ারি পুজোর নিরঞ্জন। নিরঞ্জনের সময় অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
410
তৈরি ঘাট
লালবাজার সূত্রের খবর, প্রতিমা নিরঞ্জনের জন্য শহরের ৬৯টি ঘাট প্রস্তুত রয়েছে। যার মধ্যে ২৪টি গঙ্গার ঘাট। বাকিগুলি পুকুর ও জলাশয়।
510
বিপর্যয় মোকাবিলা বাহিনী
কলকাতা পুলিশ জানিয়েছে ২৯টি বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রয়েছে। তাদের সঙ্গে থাকবে নৌকা।
610
বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাজ
নদীবক্ষে বা জলাশয়ে প্রয়োজন মতো দ্রুত নজরদারি চালানো যায়। এ ছাড়া, বাজেকদমতলা ঘাট এবং রিভার ট্র্যাফিক পুলিশের জেটিতে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল। প্রতিটি দলে ছ’জন করে সদস্য থাকছেন বলে পুলিশ সূত্রের খবর।
710
ডুবুরি থাকছে
বাজেকদমতলা ঘাট ও রিভার ট্রাফিক পুলিশের জেটিতে থাকছে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি। ১৪টি ঘাটে দুই জন করে মহিলা পুলিশ থাকছে।
810
ওয়াচটাওয়ার
পুলিশ জানিয়েছে বিসর্জনের নজরদারি করার জন্য সাতটি ওয়াচটাওয়ার করাহয়েছে। সেখান থেকেই নজরদারি চলবে। থাকছে কুইক রেসপন্স টিম , স্পিড বোট ও জেট স্কি।
910
শনিবার পর্যন্ত নিরঞ্জন
কলকাতা পুলিশ জানিয়েছে, শনিবার পর্যন্ত প্রায় ২৫০টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। মঙ্গলবার পর্যন্ত নিরঞ্জন দেওয়া যাবে।
1010
মঙ্গলবার কার্নিভাল
মঙ্গলবার রেডরোডে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হবে। কলকাতার সেরা পুজোগুলি সেদিনই বিসর্জন হবে।