শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রীরা পাবেন সুখবর? মোদীর হাতেই বউবাজার দিয়ে গড়াবে মেট্রোর চাকা

Published : Jul 13, 2025, 03:12 PM ISTUpdated : Jul 13, 2025, 09:25 PM IST

 East-West Metro: শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রো জট কাটবে? বউবাজার দিয়ে মেট্রো চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। তেমনই বলছেন মেট্রোর কর্তারা। আশা যাত্রীদের।

PREV
110

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুক্রবার থেকে চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সরাসরি যাত্রা।

210

শুক্রবার ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফর করবেন। সেই সময়ই উদ্বোধন হতে পারে হলে পারে হাওড়া ময়দান - এসপ্ল্যানেড রুটের বউবাজার মেট্রো স্টেশনের।

310

ঘোষিত কর্মসূচিতে না-থাকলেও রাজ্যে সফরে এসে তাঁর হাতে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোর উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে । তেমনই বলছে একটি সূত্র।

410

১৮ জুলাই অর্থাৎ শুক্রবার কলকাতা মেট্রোর বউবাজার এলাকার মেট্রোর উদ্বোধন করতে পারেন। এমনই সম্ভবনা নিয়ে একাধিক মহলে চর্চা শুরু হয়েছে।

510

নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রো রেলের এক কর্তা জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীর এই সফরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোর উদ্বোধন করার জন্য আবেদন জানিয়ে পিএমও-কে চিঠি পাঠিয়েছে রেলমন্ত্রক ৷ তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা আমরা এখনই বলতে পারছি না ।'

610

তবে এই প্রসঙ্গে বলা ভাল, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো রেলের সবরকম পরীক্ষা নীরিক্ষা হয়েগেছে। এক মাস আগেই বউবাজার এলাকার মেট্রোর অংশের কমিশনার অব রেলওয়ে সেপটি গ্রিন লাইন বাণিজ্যিকভাবে চালু করার ছাড়পত্র দিয়েছে। তাই এই রুট পাকাপাকিভাবে চালু করতে কোনও বাধা নেই মেট্রো রেলের।

710

ইস্ট-ওয়েস্ট মেট্রোর তালিকা অনুযায়ী হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভরে দূরত্ব হয়েছে ১৬.৫ কিলোমিটার। বর্তমানে কাটা সার্ভিস চালু রয়েছে। বউবাজার জটের কারণে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। শিয়ালদহ থেকে সেক্টেরফাইভ পর্যন্ত।

810

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে নিত্যযাত্রীদের সুবিধে হবে। কারণ দীর্ঘপথ অল্প সময়ে অতিক্রম করতে পারবেন তারা।

910

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলে হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ২০মিনিট। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে সময় লাগবে ৩৫-৪০ মিনিট বা তারও কম।

1010

ইস্ট-ওয়েস্ট মেট্রোর তালিকা অনুযায়ী হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ভাড়া হচ্ছে ৩০ টাকা। সাড়ে ১৬ কিলোমিটার যেতে গেলে ৩০ টাকা ভাড়া দিতে হবে বলেই খবর। অর্থা

কম খরচে কম সময়ে যাতায়াত করা যাবে অনেকটা পথ।

Read more Photos on
click me!

Recommended Stories