Kolkata Metro News: মাসের শুরুতেই মেট্রোযাত্রীদের জন্য দারুন সুখবর। বাড়ছে অফিস টাইমে মেট্রোর সংখ্যা। এবার থেকে চলবে অতিরিক্ত মেট্রো। কোন রুটে চলবে এই পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শুক্রবার সন্ধ্যায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নয়া ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, এবার থেকে জোকা মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা।
56
প্রথম পরিষেবা শুরু কখন?
জানা গিয়েছে, এতদিন ওই রুটে আপ এবং ডাউনে ৩১টি করে মোট ৬২টি মেট্রো চলে। এবার থেকে বাড়ছে পরিষেবার সময়সীমাও। মাঝেরহাট থেকে সকাল ৭টা ৫৭মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়।
66
জোকা-মাঝেরহাট শেষ পরিষেবা?
মেট্রোরেল সূত্রে খবর, জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। জোকা এবং মাঝেরহাট থেকে শেষ মেট্রো এতদিন পর্যন্ত রাত ৮টায় ছাড়ত। সোমবার থেকে আপ এবং ডাউন দুই দিকেই রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে শেষ মেট্রো।