Joka Majherhat Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতেই বাড়ছে মেট্রোর সংখ্যা

Published : Jul 11, 2025, 08:26 PM IST

Kolkata Metro News: মাসের শুরুতেই মেট্রোযাত্রীদের জন্য দারুন সুখবর। বাড়ছে অফিস টাইমে মেট্রোর সংখ্যা। এবার থেকে চলবে অতিরিক্ত মেট্রো। কোন রুটে চলবে এই পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
16
মেট্রো যাত্রীদের জন্য সুখবর

ফের মেট্রো যাত্রীদের জন্য রয়েছে দারুন সুখবর। বাড়ছে জোকা-মাঝের রুটে মেট্রোর সংখ্যা। ফলে অফিস টাইমে মেট্রো ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের। 

26
কতগুলি মেট্রো বাড়ছে

এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এবার থেকে জোকা-মাঝেরহাট রুটে অর্থাৎ পার্পল লাইনের মেট্রোতে মিলবে যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ৭২টি মেট্রো। মেট্রো বাড়ানোর এই সিদ্ধান্তে দারুন খুশি যাত্রীরা। 

36
কবে থেকে শুরু হচ্ছে এই পরিষেবা?

মেট্রোরেল সূত্রে খবর, নতুন এই পরিষেবা শুরু হচ্ছে ১৪ জুলাই অর্থাৎ সোমবার থেকে। পার্পল লাইনে আপ ও ডাউন মিলিয়ে ৩৬ টি করে মোট ৭২টি মেট্রো চলবে। 

46
বিজ্ঞপ্তি জারি মেট্রোর

শুক্রবার সন্ধ্যায় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নয়া ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, এবার থেকে জোকা মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। 

56
প্রথম পরিষেবা শুরু কখন?

জানা গিয়েছে, এতদিন ওই রুটে আপ এবং ডাউনে ৩১টি করে মোট ৬২টি মেট্রো চলে। এবার থেকে বাড়ছে পরিষেবার সময়সীমাও। মাঝেরহাট থেকে সকাল ৭টা ৫৭মিনিটে প্রথম পরিষেবা শুরু হয়।  

66
জোকা-মাঝেরহাট শেষ পরিষেবা?

মেট্রোরেল সূত্রে খবর, জোকা থেকে প্রথম পরিষেবা শুরু হয় সকাল ৮টায়। জোকা এবং মাঝেরহাট থেকে শেষ মেট্রো এতদিন পর্যন্ত রাত ৮টায় ছাড়ত। সোমবার থেকে আপ এবং ডাউন দুই দিকেই রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে শেষ মেট্রো।

Read more Photos on
click me!

Recommended Stories