East West Metro: দুর্ঘটনা এড়াতে বসেছে বিশেষ যন্ত্র, কবে থেকে চালু হবে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো?

Published : Apr 25, 2025, 07:44 AM ISTUpdated : Apr 25, 2025, 07:51 AM IST

East West Metro: হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে ২৬-২৮ এপ্রিল। নিরাপত্তা পরীক্ষার পর ১ মে থেকে পরিষেবা চালু হতে পারে। নতুন মেট্রো লাইনে উন্নত সংঘর্ষ-বিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

PREV
111

আর বেশি দেরি নেই। হাতে গোনা করদিন পরই সেক্টর ফাইভে ছুটবে মেট্রো।

211

২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

311

এই কদিন কমিউনিকেশন বেসড ট্রেন সিস্টেম পরীক্ষ করে দেখবেন সেফটি কমিশনার। দেখা হবে আদৌ সেক্টর ফাইভে ইস্ট ওয়েস্ট যাত্রীদের জন্য নিরাপদ কি না।

411

সব ঠিক থাকলে শীঘ্রই চালু হবে পরিষেবা। শোনা যাচ্ছে, ১ মে থেকে চলতে পারে সেক্টর ফাইভে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

511

সেক্টর ফাইভে ইস্ট ওয়েস্ট মেট্রো আরও উন্নত। গ্রিন লাইনে স্থাপিত যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ সিস্টেমটি ভারতীয় রেলওয়ের সংঘর্ষ বিরোধী যন্ত্র বা কবচের আরও উন্নত সংস্করণ আছে।

611

মেট্রোর একজন কর্মকর্তা বলেন, এই সিস্টেমটি দিল্লি ও বেঙ্গালুরুর মতো ভারতের আরও কিছু মেট্রো সিস্টেমে কাজ করছে।

711

ইঞ্জিনিয়ার বলেন, যদি সামনের ১ কিমি পর্যন্ত ট্যাক পরিষ্কার থাকে, তাহলে প্যানেলটি তা দেখাবে। যখন ট্রেনটি সামনের কোনও বাধার কাছে পৌঁছয়, অন্য ট্রেনের মতো অথবা এটি কোনও স্টেশনের কাছে থাকে, তখন চালক সেই অনুসারে ব্রেক করে।

811

যদি চালক ব্রেক দিতে অক্ষম হয় তাহলে CBIC স্টিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্রেক স্থাপন করবে ও ট্রেন থামিয়ে দেবে।

911

দুটি ট্রেমের মধ্যে দূরত্ব থাকে ৪০ মিটার। এরই লাগে যদি দুটি ট্রেন একই ট্র্যাকে ৪০ মিটারের মধ্যে আসে তাহলে ট্রেনটি থেমে যাবে।

1011

সফটওয়্যারটি প্রতিটি স্টেশনের তথ্য দেবে।

1111

শীঘ্রই চালু হবে পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেক্টর ফাইভে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

click me!

Recommended Stories