Published : Apr 24, 2025, 09:03 AM ISTUpdated : Apr 24, 2025, 09:15 AM IST
Kolkata Metro: এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রোর কাজ শেষের পথে। সিআরএস-এর পরিদর্শনের জন্য ২৬-২৮ এপ্রিল বন্ধ থাকবে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো। সম্ভবত মে মাসে এই রুটে মেট্রো চালু হবে।
২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
510
মেট্রোর তরফে জানানো হয়েছে, গোটা অংশেই কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল পরীক্ষা করে দেখবেন সেফটি কমিশনার। দেখা হবে যাত্রী ট্রেন ছোটার জন্য প্রস্তুত কি না।
610
কোনও জায়গায় খটকা ঠেকলে তা পর্যবেক্ষণ করা হবে। সমস্যা সমাধানে নেওয়া হবে উদ্যোগ।
710
সূত্রের খবর, প্রথমে ঠিক ছিল নরেন্দ্র মোদী এই অংশের পরিষেবা উদ্বোধন করবেন। মে মাসের মাঝামাঝি যাত্রীদের জন্য হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা চালু হতে পারে।
810
এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের দীর্ঘ সুড়ঙ্গের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ কি না সে বিষয় রাজ্য দমকল বিভাগের শংসাপত্র হাতে পেয়েছে মেট্রো।
910
কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) প্রতিনিধিদের পরীক্ষায় আসার অপেক্ষায় আছে কর্তৃপক্ষ। সে পরীক্ষার ছাড়পত্র পেলে চালু হবে মেট্রো।
1010
পরিদর্শনের কিছুদিনের মধ্যে এই রুটে মেট্রো ছোটার সম্ভাবনা আছে। মোটরম্যান থেকে কর্মী মোতায়েন সব হয়ে গিয়েছে। এরপর ভাড়ার তালিকা প্রস্তুত হবে।