কমতে চলেছে দুই শহরের দূরত্ব, গঙ্গার নীচ দিয়ে এই বছরই ছুটবে মেট্রো, শুরু হল ট্রায়াল রান

অপেক্ষার আর মাত্র কয়েকদিন। এবার দুই শহরের মধ্যে আরও কমবে দূরত্ব। এবছরই গঙ্গার তলা দিয়ে ছুটতে পারে মেট্রো। কবে থেকে এই পরিষেবা পাবে রাজ্যবাসী? ইতিমধ্যেই শুরু হল ট্রায়াল।

 

Web Desk - ANB | Published : Apr 20, 2023 8:57 PM
110

আর কিছু দিনের মধ্যেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। বৃহস্পতিবার থেকে শুরু হল ট্রায়াল রান। সূত্রের খবর প্রায় ৭ মাস ধরে চলবে এই ট্রায়াল রান।

210

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে চলতি বছরেই হাওড়া ময়দানের সঙ্গে এসপ্ল্যানেডকে মেট্রোর মাধ্যমে জোড়া যাবে বলে আশাবাদী তাঁরা।

310

গঙ্গা নদীর তলদেশ দিয়েই নদীর দু'পাড়ের শহরের দূরত্ব এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেবে মেট্রো। এই মেট্রো চালু হলে একই সঙ্গে গঙ্গার দু'পাড়ের দুই শহরের নাম লেখা হবে ইতিহাসের পাতায়।

410

গত ১২ এপ্রিল এই রুটে শুরু হয়েছিল রেক মুভমেন্ট টেস্ট রান। প্রায় সপ্তাহখানেক পর ২০ এপ্রিল থেকে শুরু হল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান।

510

প্রাথমিকভাবে এই ট্রায়াল রানে পরীক্ষা করা হবে নানা কিছু। প্রথমেই দেখা হবে গতি। ধীরে ধীরে গতি বাড়ানো হবে। এরপর হবে রেক পরীক্ষা। সুরক্ষার দিকগুলোও খতিয়ে দেখা হবে।

610

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ হাওড়া ময়দান এসপ্ল্যানেডে যায় একটি রেক। কিছুক্ষণ পরে ফিরে আসে সেটি।

710

দুই প্রান্তিক স্টেশনের মাঝের দূরত্ব ৪.৮ কিলোমিটার। এই দূরত্বের মধ্যে পড়ছে দুটি স্টেশন মহাকরণ ও হাওড়া স্টেশন।

810

গঙ্গা নদীর নীচ দিয়ে গিয়েছে ৫২০ মিটার রেলপথ। মেট্রোয় এই দূরত্ব অতিক্রম করা হয়ে উঠেছে নিমেশের ব্যাপার। মাত্র ৪৫ সেকেন্ডেই অতিক্রম করা যাবে ৫২০ মিটার পথ।

910

ট্রায়াল রান শেষ হলে তবেই মিলবে সেফটি সার্টিফিকেট। এর জন্য অপেক্ষা করতে হবে আরও আট মাস।

1010

কথা মত কাজ এগোলে চলতি বছরেই হাওড়া ময়দান থেকে এসপ্লানেড চালু হবে মেট্রো পরিষেবা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos