সপ্তাহের শুরুতেই গঙ্গার নীচ দিয়ে চলতে শুরু করবে কলকাতা মেট্রো, কবে থেকে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা?

Published : Apr 07, 2023, 02:04 PM IST

দীর্ঘ বছরের বহু প্রতীক্ষার অবসান। ২০২৩-এর এপ্রিল মাসেই প্রথম পথ চলা শুরু করবে ভারতের নদীর তলদেশের মেট্রো রেল।  

PREV
111

দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান, সারা পৃথিবীর উন্নততম দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও শুরু হচ্ছে নদীর তলদেশের মেট্রো যাত্রা।

211

সমস্ত পরিকল্পনা ঠিকঠাক চললে ২০২৩-এর এপ্রিল মাসেই গঙ্গা নদীর নীচ দিয়ে দৌড়বে প্রথম মেট্রো।

311

মেট্রো রেল কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, রবিবার, ৯ এপ্রিলেই হুগলী নদীর তলার জোড়া টানেল ধরে দুটি মেট্রো ট্রেন চালানো হবে।

411

এই যাত্রাই হবে ভারতের প্রথম নদীর তলার ট্রেন যাত্রা।

511

১৯৮৪ সালের অক্টোবর মাসে ভারতের প্রথম মেট্রো ছুটেছিল ব্রিটিশের রাজধানী কলকাতা নগরীর পথে, সেটাই ছিল ভারতের মাটির তলদেশের প্রথম ট্রেনযাত্রা।

611

সেই ঐতিহাসিক ঘটনার ৪০ বছর পূর্তির আগেই নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে মেট্রো রেল

711

‘আনন্দের শহর’ কলকাতার ওপর দিয়েই নদীর তলদেশের দিকে ছুটে যাবে ভারতের প্রথম নদীর নিচের ট্রেন, তথা ‘পাতাল’ রেল।

811

পূর্ব কলকাতার সল্টলেক সেক্টর V লাইনের মেট্রোটি গঙ্গার নীচ দিয়ে গিয়ে শিয়ালদহ এবং এসপ্ল্যানেড হয়ে সোজা পৌঁছবে হাওড়া ময়দানে

911

পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরের এই ঐতিহাসিক পথের দৈর্ঘ্য মোট ১৬.৬ কিলোমিটার।

গ্যালারি দেখুন: উরফি জাভেদের উষ্ণতায় স্তব্ধ বাণিজ্যনগরী মুম্বই

1011

শিয়ালদহ-এসপ্ল্যানেড সেকশনে পূর্ব-গামী সুড়ঙ্গে ট্র্যাক স্থাপনের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। তবে, রবিবার হাওড়া ময়দানে দুটি ট্রেনের যাত্রার জন্য অস্থায়ী ট্র্যাকের মাধ্যমে সেই ফাঁকগুলি পূরণ করা হয়েছে।

click me!

Recommended Stories