এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে চালু হচ্ছে মেট্রো, মিলল ছাড়পত্র! কবে থেকে শুরু যাত্রী পরিষেবা?

Published : Apr 29, 2025, 02:06 PM IST

কলকাতা মেট্রো নিয়ে দারুণ সুখবর। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! জুড়তে পারে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি মেট্রো ছুটবে বলে আশা করা হচ্ছে। কবে চালু হচ্ছে এই রুট?

PREV
114

আর নয় অপেক্ষা! এবার শীঘ্রই এসপ্ল‍্যানেড-শিয়ালদহ রুটে চালু হতে চলেছে মেট্রো (Kolkata Metro)।

214

গত রবিবার রেলওয়ে সুরক্ষা কমিশন এই সংক্রান্ত ছাড়পত্র প্রদান করেছে। তাহলে কবে চালু হচ্ছে এই রুট?

314

মূলত, গত রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল গ্রিন লাইনের ওই নির্দিষ্ট অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কিনা তা পরিদর্শনে গিয়েছিলেন।

414

মেট্রো লাইন থেকে শুরু করে আপৎকালীন ব্যবস্থা, সুড়ঙ্গ এবং ওই সুড়ঙ্গে হাওয়া-বাতাস চলাচলের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে খুঁটিয়ে দেখে তিনি অন্তিম ছাড়পত্র প্রদান করেন।

514

এদিকে, ওই পরিদর্শনে কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল সহ মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

614

সমস্ত কাজ পরিদর্শন করেই ছাড়পত্র প্রদান করা হয়। তাই, এবার খুব শীঘ্রই গ্রিন লাইনের ওই অংশে মেট্রো পরিষেবা চালু হতে পারে।

714

আর এই পরিষেবা শুরু হওয়ার পরেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ১৬.৫৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো (Kolkata Metro) চালানোর কথা ভাবা হবে বলে খবর মিলেছে।

814

বর্তমানে গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা শুরু হয়েছে।

914

এর মধ্যবর্তী অংশের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে যুক্ত হলেই সেক্ষেত্রে হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে।

1014

তবে, দীর্ঘদিন ধরে এই অংশের কাজ আটকে ছিল। এমনকি, এই অংশের পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়ে ২০১৯ সালের অগাস্ট মাসে বউবাজার এলাকায় ধস পর্যন্ত নামে।

1114

বৌবাজার হয়ে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত এই মেট্রোপথ গিয়েছে। উল্লেখ্য ২০১৯ সাল নাগাদ বৌবাজার এলাকায় মেট্রোর সুড়ঙ্গপথে কাজ চলাকালীন হঠাৎ করেই মাটি বসে যেতে শুরু করে।

1214

বেশ কয়েকটি বাড়ি হেলে পড়া সহ কিছু বাড়ি ভেঙেও পড়েছিল যার প্রভাবে। তারপর মেট্রো কর্তৃপক্ষের তরফে জরুরী ভিত্তিতে বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

1314

তবে, সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে এবং দীর্ঘদিনের অপেক্ষা শেষে চলতি বছরের জানুয়ারি মাসে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে প্রথম ট্রায়াল রান সম্পন্ন হয়।

1414

এমতাবস্থায়, গত রবিবার ওই রুটেই মেট্রো (Kolkata Metro) পরিষেবা শুরু করার ছাড়পত্র প্রদান করা হল।

click me!

Recommended Stories