- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: খুশির খবর! কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে রুবি-বেলেঘাটা রুট খুলবে, জেনে নিন তারিখ-সহ স্টেশনের নাম
Kolkata Metro: খুশির খবর! কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে রুবি-বেলেঘাটা রুট খুলবে, জেনে নিন তারিখ-সহ স্টেশনের নাম
এপ্রিল মাসেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের অংশটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই রুটে স্টেশনগুলির নাম ঘোষণা করা হয়েছে।
- FB
- TW
- Linkdin
)
এপ্রিলের কলকাতাবাসী পেতে পারে আরও এক দারুণ খবর। শোনা যাচ্ছে এই মাসেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের আরও একটি অংশ চালু হতে পারে।
কলকাতার এই মেট্রো রুটে অরেঞ্জ লাইন বলতে নিউ গড়িয়া থেকে কলকাতা বিমান বন্দর পর্যন্ত লাইনকে বলা হয়।
এখনও পর্যন্ত এই অরেঞ্জ লাইন নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো চলছে, লাইনের বাকি অংশে কাজ চলছিল।
তবে চলতি মাসেই এই অরেঞ্জ লাইন অর্থাৎ রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত রুট চালু হতে পারে জানা যাচ্ছে।
২৪ এপ্রিল থেকে এই রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত রুটে মেট্রো চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে।
নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত স্টেশনগুলির নাম হল যথাক্রমে কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, জ্যোতিরিন্দ্র নন্দী বা মুকুন্দপুর,
কবি সুকান্ত বা কালিকাপুর মেট্রো স্টেশন, হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড়, ভিআইপি বাজার বা টেগোর পার্ক,
ঋত্বিক ঘটক বা পঞ্চান্নগ্রাম, বরুণ সেনগুপ্ত বা সায়েন্স সিটি এবং বেলেঘাটা মেট্রো স্টেশন।