
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকেই কলকাতার অন্তত ১০টি স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেরক্টরেট বা ইডি। তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুর অফিসও। ইডি সূত্রের খবর নাগেরবাজার এলাকার এক কাউন্সিলরের বাড়িতেও তল্লাশি চালান হচ্ছে। ঠনঠনিয়ার একটি বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ছাড়াও ব্যাঙ্ক প্রতারণার একটি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।
শুক্রবার সকাল থেকেই ইডির তদন্তকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের নানা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। প্রথমেই তারা যায় নাগেরবাজার এলাকায়। সবকটি স্থানে ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী।
এর আগে ২০২৪ সালে ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় টানা ১৪ ঘণ্টার তল্লাশির পর সুজিত বসুর মোবাইল ফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল। এবার আবারও সুজিত বসুর অফিসে হানা দিয়েছে ইডির তদন্তকারীরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ব্যবসায়ী অয়ন শীলকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁকে জেরা করে ও তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতির সন্ধান পেয়েছিল তদন্তকারীরা। তদন্ত নেমে পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলায় অবৈধভাবে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে ইডি।
সবিস্তারে আসছে...