Durga Puja 2025: অন্যতম শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠল বাঙালি, জনসমুদ্র সামলে চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ

Published : Oct 03, 2025, 12:54 PM IST
Durga Puja 2025

সংক্ষিপ্ত

Durga Puja 2025: লালবাজার সূত্রে জানা যাচ্ছে, চতুর্থী থেকেই প্রায় ১০,০০০ পুলিশকর্মীকে রাস্তায় নামানো হয়। সপ্তমী থেকে সেই সংখ্যা আরও বৃদ্ধি পায়।

Durga Puja 2025: বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গোটা রাজ্য মাতোয়ারা। রাজধানী কলকাতাতেও সেই একই ছবি। উৎসবে মেতে উঠেছে বাঙালি। কিন্তু তাদের কোনও ছুটি নেই। কলকাতা পুলিশ (Kolkata Police), দিনরাত এক করে পুজোর দিনগুলিতে শহর কলকাতাকে সচল রাখলেন যারা (durga puja 2025)। 

ভিড় সামলে উঠল কলকাতা পুলিশ

দক্ষিণের ত্রিধারা থেকে উত্তরের কাশী বোস লেন, বুদ্ধিদীপ্ত ভঙ্গিতেই ভিড় সামলে উঠল কলকাতা পুলিশ। কারণ, কলকাতায় যেন জনসমুদ্র। শুধু কলকাতার মানুষরাই নন, দুর্গাপুজোর সময় বাইরের জেলা থেকেও অনেকে ঠাকুর দেখতে আসেন। থিমের টানে বহু মানুষ ছুটে আসেন দূরদূরান্ত থেকে। ফলে, বিপুল জনসমাগম এবং ভিড় খুবই স্বাভাবিক একটা বিষয়। 

তাই কলকাতার দুর্গাপুজো পুলিশের কাছে একটা বড় পরীক্ষা। কিন্তু তাতে ভালোভাবেই পাশ করে গেল কলকাতা পুলিশ। একদিকে কলকাতার ট্র্যাফিক সিস্টেমকে সচল রাখা, অন্যদিকে পুজোর লাইন কন্ট্রোল এবং জনসমুদ্র সামলে দিনের শেষে চ্যাম্পিয়ন ঐতিহ্যের ‘KP'। 

এই কয়েকদিন লালবাজারের উচ্চপদস্থ কর্তারাও শহরের বিভিন্ন রাস্তায় নামেন। একাধিক জায়গায় অফিসারদের তদারকি ছিল চোখে পড়ার মতো। শহরের নিরাপত্তায় সদা সতর্ক কলকাতা পুলিশ। এমনকি, পুলিশ কমিশনার মনোজ ভার্মা নিজেও পুজোর দিনগুলিতে একাধিক মণ্ডপে পৌঁছে যান। সেইসঙ্গে, কলকাতার ট্র্যাফিক পুলিশ রীতিমতো দক্ষতার সঙ্গে পুজোর যানজট সামলে উঠল। 

লালবাজার সূত্রে জানা যাচ্ছে, চতুর্থী থেকেই প্রায় ১০,০০০ পুলিশকর্মীকে রাস্তায় নামানো হয়। সপ্তমী থেকে সেই সংখ্যা আরও বৃদ্ধি পায়। তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেল এনসিসি-র ছেলেমেয়েরা। নিঃসন্দেহে কলকাতাকে সচল রাখার পিছনে তাদের অবদানও অনস্বীকার্য। 

চ্যাম্পিয়ন সেই কলকাতা পুলিশই

কোথায় কোথায় ব্যারিকেড হবে, কোন রাস্তা দিয়ে মানুষদের ঘোরানো হবে, মেট্রোর কোন গেটগুলি দিয়ে এন্ট্রি-এক্সিট রাখা হবে, কোন জায়গা দিয়ে হবে রাস্তা পারাপার, কোথায় বাস দাঁড়াবে, কোথায় হবে পার্কিং লট এবং কোন জায়গা দিয়ে মানুষদের বের করা হবে, এই সমস্ত কিছুই উপযুক্ত পরিকল্পনার ফসল বলে জানাচ্ছে লালবাজার। 

একদম হোমওয়ার্ক করেই উৎসব সামলাতে নেমেছিল কলকাতা পুলিশ। আগে থেকেই প্ল্যান রেডি ছিল। তাই দক্ষিণের ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল; বাদামতলা আষাঢ় সংঘ এবং হিন্দুস্থান পার্ক সহ কোনও মণ্ডপ দেখতেই মানুষের অসুবিধা হয়নি। 

আবার ঠিক উত্তরে টালা প্রত্যয়, আহিরীটোলা, হাতিবাগান, কাশী বোস লেন এবং নলিন সরকার স্ট্রিট সহ একাধিক মণ্ডপ মানুষ সুষ্ঠুভাবে দেখতে পেরেছেন। বেহালার নতুন দল, ঠাকুরপুকুর এসবি পার্ক সহ একাধিক প্যান্ডেলে মানুষের জনজোয়ার হলেও, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

তাই সবমিলিয়ে বলাই যায় যে, বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসবে জনসমুদ্র সামলে চ্যাম্পিয়ন সেই কলকাতা পুলিশই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা