'আমাকে গ্রেফতার করলে কী ওরা ০ থেকে ১ হবে?' যাদবপুর ইস্যুতে ব্রাত্যর প্রশ্ন SFIকে

Published : Mar 02, 2025, 08:23 PM IST
Education Minister Bratya Basu gave a strong response to the Jadavpur University incident bsm

সংক্ষিপ্ত

 যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে উত্তাল রাজ্যরাজনীতি। সেই ঘটনা কথা বলতে গিয়ে ব্রাত্য বসু জানিয়েছেন, তিনি রাজনীতি চাননি।

'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আি আবার যাব। দেখি ওরা কী করতে পারে?' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একাধিক বেসরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানেই তিনি বলেছেন, 'গণতন্ত্রে এটা কখনই হতে পারে না যে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আমরা কেউ ঢুকতে পারব না ওখানে।'

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে উত্তাল রাজ্যরাজনীতি। সেই ঘটনা কথা বলতে গিয়ে ব্রাত্য বসু জানিয়েছেন, তিনি রাজনীতি চাননি। আর সেই কারণে শান্ত ছিলেন। তিনি আরও বলেছেন, 'বাইরে থেকে যাদবপুরে ৫০০ লোক ঢোকান কোনও ব্যাপার ছিল না।' তিনি বলেছেন, 'আমি রাজনৈতিকভাবে চাইলে আমাদের ওখানে যিনি রাজনৈতিকভাবে দেখাশোনা করেন, আমার কলিগ অরূপ বিশ্বাস, তাঁকে আমি বলে যেতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫০০ ছেলে ঢোকানো কোনও ব্যাপার ছিল না। তাঁকেও আমি কিছু বলিনি। কারণ, আমার মনে হয়েছে, ওখানে অধ্যাপকরা সভা করতে যাচ্ছেন। সেখানে কেন বাইরের রাজনৈতিক লোকের সাহায্য নিয়ে ঢুকব? কিন্তু, ওখানে যে অধ্যাপকদের ধরে পেটানো হতে পারে, সেটা আমার কল্পনাতেও ছিল না।'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তখন তুমুল বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী। তাঁর গাড়ি নাকি পিষে দিয়েছে এক পড়ুয়াকে। এই অভিযোগ তুলে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাম পড়ুয়ারা। তারা শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিও তুলেছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু বলেন, 'আমার ড্রাইভার ভয় পাচ্ছিল, কারণ তাঁর সামনের কাঁচটা ফাটিয়ে দেওয়া হল। তারপর আমরা বাঁ পাশের কাঁচটা ফাটিয়ে দেওয়া হল। এবার ড্রাইভারের ডানদিকে যে স্ক্রিনটা, ঘুসি মারা শুরু হল। ও তখন ভয় পেয়ে ব্রেক কষে ও বেরিয়ে যায়, তখন ওই ছাত্র ছিটকে পড়ে।' পাল্টা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতার প্রশ্ন, 'আমাকে গ্রেফতার করতে কি ওরা শূন্য থেকে এক হবে?'

ব্রাত্য বসু বলেন, ওদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচনের তারিখ জানাতে হবে। তখনই সেই স্থানে জানাতে হবে। কিন্তু সেটি তার পক্ষে সম্ভব নয়। ব্রাত্য বসু বলেছেন, 'আমি তা পারি না। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাইনি। ছাত্রদের শত্রু বলেও ভাবতে রাজি নই।' তিনি আরও বলেন বামেরা বর্তমানে নিজেরাই রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই এজাতীয় ঘটনা ঘটাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Today Live News: বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু - দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী