চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের প্রস্তাবে অবশেষে সম্মতি জানাল রাজ্য সরকার। নির্ধারিত সময় মেনেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে শিক্ষা দফতর।
28
যোগ্যদের পরীক্ষা নয়
আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের দাবি, যারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা তারা কোনও ভাবেই ফের পরীক্ষায় বসবেন না। সূত্রের খবর সোমবারের বৈঠকে শিক্ষা সচিবের কাছে এই বিষয়টিও তুলে ধরবেন আন্দোলনকারীরা।
38
প্রতিনিধি দলে কারা রয়েছেন?
সোমবার রাজ্য শিক্ষা দফতরের শিক্ষা সচিব সহ অন্য়ান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনকারী শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে রয়েছেন-১.) বৃন্দাবন ঘোষ, ২. রাকেশ আলম, ৩. চিন্ময় মন্ডল, ৪. অপরাজিতা পান্ডা, ৫. হাবিবুল্লা, ৬. অমিত রঞ্জন ভুঁইয়া।
সোমবার দুপুরে শুরু হওয়া শিক্ষা দফতরের বৈঠকে শিক্ষা সচিব থাকলেও রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠকে উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
58
শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক বিকাশ ভবনে
শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। আর তার আগেই আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসলেন শিক্ষা সচিব।
68
চিন্ময় মণ্ডলকে থানায় তলব
চিঠির প্রাপ্তিস্বীকার করেও প্রোটোকল মেনে চিঠি লেখা হয়নি বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে রাজ্য সরকারকে দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই আন্দোলনের অন্যতম মুখ, চিন্ময় মণ্ডলকে তলব করা হয় বিধাননগর উত্তর থানায়।
78
অব্যাহত যোগ্য চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ
নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি হারানো শিক্ষকদের বিক্ষোভ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। টানা ২০ দিন ধরে কলকাতার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন 'যোগ্য' চাকরিহারারা।
88
হকের চাকরি সসস্মানে ফেরতের দাবি
২০১৬ সালের এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। আপাতত শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং তাঁরা বেতনও পাবেন। কিন্তু অশিক্ষক কর্মীরা পুরোপুরি চাকরিহীন অবস্থায় রয়েছেন। হকের চাকরি ফেরতের দাবিতে সেই থেকে চলছে তাঁদের লাগাতার আন্দোলন।