'স্বয়ং ভগবানও মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না!' বিতর্কিত মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের

তিনি বলেন, অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি। রাজ্যপাল পদটি অরাজনৈতিক। আমি বারবার চেষ্টা করছি রাজনীতির উর্ধ্বে থাকার। রাজ্যপালের অফিসের ওপর এই দিদিগিরি আমি সহ্য করব না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কেরল থেকে কলকাতায় ফিরেই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। সোমবার কেরল থেকে বাংলায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অত্যন্ত ঘৃণ্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি। রাজ্যপাল পদটি অরাজনৈতিক। আমি বারবার চেষ্টা করছি রাজনীতির উর্ধ্বে থাকার। রাজ্যপালের অফিসের ওপর এই দিদিগিরি আমি সহ্য করব না। ভগবানের কাছে প্রার্থনা করি ওঁকে রক্ষা করুন। কিন্তু স্বয়ং ভগবানও ওঁকে রক্ষা করতে পারবেন না’।

এর আগে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগে এবার সিভি আনন্দ বোসকে নিশানা করেন মমতা। শুক্রবার ভোট প্রচারে পূর্ব বর্ধমানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে ওটা শ্লীলতাহানির অভিযোগে সরব হন। পাশাপাশি বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীকেও নিশানা করেন।

Latest Videos

বৃহস্পতিবারই রাজ্যে ভোট প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী। রাজ্যে তিনটি জনসভা করার কথা তাঁর। একাধিক নির্বাচনী জনসভায় মোদী সন্দেশখালি ইস্যুতে মন্তব্য করেন। তারই পাল্টা হিসেবে মমতা রাজভবন ইস্যু তুলে ধরেন। মমতা এদিন বলেন, 'আপনি সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, সন্দেশখালি নিয়ে বলার আগে আপনি বলুন রাজ্যপাল কেন তাঁর কাজের মেয়েকে, কেন তাঁর ঘরে কাজ করে বলে একবার নয় পরপর দুইবার শ্লীলতাহানি করেছেন?' মমতা আরও বলেন, 'আপনি সন্দেশখালি নিয়ে অনেক কথা বলেছেন, সন্দেশখালিতে এমন কোনও ঘটনা ঘটতে দিইনি। ওদের জমিজমা নিয়ে কিছু সমস্যা ছিল, আমরাই অফিসার পাঠিয়ে তার সমস্যার সমাধান করে দিয়েছি। কিন্তু আপনি কি করছেন?'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury