পার্কসার্কাস স্টেশন এলাকায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়া এবং বন্ধ ট্রেন চলাচল

কালো ধোঁয়ায় কার্যত, ঢেকে যায় গোটা এলাকা। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। 

কলকাতার বুকে ফের যেন এক ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার পার্কসার্কাস স্টেশন লাগোয়া কেকের কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা।

কালো ধোঁয়ায় কার্যত, ঢেকে যায় গোটা এলাকা। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছে গেছে। কিন্তু এলাকা ঘিঞ্জি এবং গলি সরু হওয়ার জেরে একাধিক ইঞ্জিন কারখানার কাছেই পৌঁছতে পারেনি। ফলে, আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Latest Videos

সোমবার দুপুরে পার্কসার্কাস সংলগ্ন অঞ্চলে একটি কেকের কারখানায় আগুন লাগে। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু কেকের কারখানা নয়, ওই বাড়িতে রয়েছে চামড়া এবং তামার জিনিসপত্র তৈরির কারখানাও। সেইসঙ্গে, রয়েছে গোডাউনও। মজুত রয়েছে একাধিক দাহ্য পদার্থ। আর তাই দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন।

জানা গেছে, গত ২ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ইতিমধ্যেও পার্কসার্কাস স্টেশন কালো ধোঁয়ায় ঢেকে একেবারে গেছে। এমনকি, স্টেশনেও আগুন ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, “কীভাবে আগুন লেগেছে তা যদিও এখনও স্পষ্ট নয়। অবৈধ কারখানা ছিল কি না বা অগ্নিনির্বাপণের উপযুক্ত ব্যবস্থা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। আটটি ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ চলে আসবে।”

তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে পরিস্থিতি বেশ উদ্বেগের। এই ঘটনার পর, কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় ঐ এলাকা। এমনকি, ব্যাহত হয় ট্রেন চলাচলও। ইতিমধ্যেই অবশ্য ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছে গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News