চেতলা অগ্রণীর প্যান্ডালে আগুন নেভাতে দমকল বাহিনী, বন্ধ করে দেওয়া হল দর্শনার্থীদের জন্য

Published : Sep 25, 2025, 06:21 PM IST
mamata banerjee

সংক্ষিপ্ত

Chelata Agrani: দুর্গা পুজোর মুখেই বড় দুর্ঘটনা। চেলতা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। বৃহস্পতিবার বিকেলের দিকে মণ্ডপে আগুন লাগে। যদিও আগেই দর্শকদের খুলে দেওয়া হয়েছিল। 

দুর্গা পুজোর মুখেই বড় দুর্ঘটনা। চেলতা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। বৃহস্পতিবার বিকেলের দিকে মণ্ডপে আগুন লাগে। যদিও আগেই দর্শকদের খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অগ্নিকাণ্ডের পর আপাতত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে রয়েছে দমকলের দুটি ইঞ্জিন।

চেতলা অগ্রণীর পুজো

চেতলা অগ্রণী কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত। এই পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাই এই পুজোর মণ্ডপে আগুন লাগায় আলোচনা শুরু হয়েছে। সেখানে কী করে আগুন লেগেছে? কেন আগুন লাগল? উঠছে এই প্রশ্নগুলি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত উদ্যোক্তারা কিছুই জানাননি। তবে চেতলা অগ্রণীর ফেসবুক ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, 'একটি অভূতপূর্ব দুর্ঘটনার কারণে আমাদের চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডাল আজ ২৫ সেপ্টেম্বর বন্ধ থাকবে। ভক্ত ও দর্শনার্থীদের জন্য টি কখন খোলা হবে তা আমরা শীঘ্রই আবার জানিয়ে দেব। এই অসুবিধের জন্য আমরা দুঃখিত। '

কলকাতার নামী পুজোগুলির মধ্যে অন্যতম হল চেতলা অগ্রণী। এবারের পুজোর থিম অমৃতকুম্ভের সন্ধানে। ক্লাবের পক্ষ থেকে সাহিত্যিক সমরেশ বসুর জন্মশতবর্ষে তাঁকে বিশেষ শ্রদ্ধার্ঘ। এবারে রুদ্রাক্ষ দিয়ে সাজান হয়েছে পুজোমণ্ডপ। মমতা বন্দ্যোপাধ্য়ায় গত রবিবার এই পুজোর উদ্বোধন করেছিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা