Fire Incident: শিয়ালদহ স্টেশনের সামনে ফুড কোর্টে আগুন, আতঙ্ক গোটা এলাকায়

Published : Jan 11, 2025, 05:09 PM IST
fire in patna

সংক্ষিপ্ত

শনিবার বিকেল ৪টে নাগাদ আগুন লাগে শিয়ালদহ দক্ষিণ শাখার সামনে একটি ফুড কোর্টে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো ফোড কোর্টই চলে যায় আগুনের গ্রাসে। 

আগুন শিয়ালদহ স্টেশনের কাছে ফুড কোর্টে। শনিবার বিকেলে আগুন লেগে যায় শিয়ালদহ স্টেশনের সামনে তৈরি হওয়া একটি ফুড কোর্টে। সেখানে দেশি বিদেশি রকমারি খাবারের কয়েকটি দোকান ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা আতঙ্ক বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে নাগাদ আগুন লাগে শিয়ালদহ দক্ষিণ শাখার সামনে একটি ফুড কোর্টে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো ফোড কোর্টই চলে যায় আগুনের গ্রাসে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকল আসার আগেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোটা এলাকা ঢোকে যায় কালো ধোঁয়ায়। স্টেশন চত্ত্বরেও ধোঁয়ায় ঢেকে যায়।

আগুন লাগার প্রায় আধ ঘণ্টা বাদে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ফায়ার বল ছুঁড়ে আগুন নেভানোর কাজ শুর করে। যে জায়গাতে আগুন লাগে তার কাছেই রয়েছে একটি ট্যাক্সি স্ট্যান্ড ও অটো স্ট্যান্ড। মেট্রো স্টেশন লাগোয়া এলাকা এটি। অন্যদিকে ঢিল ছোঁড়া দুরত্বে রয়েছে বিআর সিং হাসপাতাল। তাই এই জায়গাটি রীতিমত ব্যস্ত এলাকা হিসেবেই গণ্য হয়।

দমকল জানিয়েছে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দমকল আধিকারিকদের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে। বিকেল পৌনে পাঁচটার সময় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে।

PREV
click me!

Recommended Stories

Today live News: Share Market Today - মঙ্গলবারের বাজারের প্রাথমিক লেনদেন পতনের ইঙ্গিত! এর মাঝে কোন স্টকে আজ নজর রাখবেন?
প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?