'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত দলকে আজও করতে হচ্ছে,' আক্ষেপ প্রদীপ ভট্টাচার্যর

ন'য়ের দশকে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল প্রদেশ কংগ্রেসের দুই শিবিরের নেতা-নেত্রী সোমেন মিত্র ও সোমেন মিত্রর ঝগড়া। তিন দশক পর ফের সেই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে।

১৯৯৭ সালের ডিসেম্বরে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছিল, ২৭ বছর পর তার জন্য আক্ষেপ করছেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরী প্রদেশ কংগ্রেসের যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন। হাইকম্যান্ডের সেই সিদ্ধান্ত অনুযায়ী মমতাকে প্রদেশ কংগ্রেস থেকেও বহিষ্কার করতে বাধ্য হন প্রদেশ কংগ্রেসের তৎকালীন সভাপতি সোমেন মিত্র। তাঁর সঙ্গে মমতার সম্পর্ক মোটেই ভালো ছিল না। কিন্তু তা সত্ত্বেও নিজে থেকে মমতাকে বহিষ্কার করেননি সোমেন। হাইকম্যান্ডের সিদ্ধান্ত মানতে বাধ্য হন তিনি। কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর নতুন দল গঠন করার কথা ঘোষণা করেন মমতা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেস আত্মপ্রকাশ করে। সেই সময় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। প্রায় তিন দশক পর সেই ঘটনা নিয়ে আক্ষেপ করছেন প্রদীপ।

কী বলেছেন প্রাক্তন সাংসদ?

Latest Videos

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং প্রাক্তন সাংসদ প্রদীপ কংগ্রেসে নরমপন্থী হিসেবে পরিচিত। তিনি তৃণমূল কংগ্রেসের সাহায্য ও সমর্থন নিয়েই রাজ্যসভার সাংসদ হন। সেই প্রদীপ রবিবার সন্তোষ মিত্র স্কোয়্যারে সোমেনের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বলেন, 'কেন কংগ্রেস দলটা খণ্ডিত হয়ে গেল? আমার মনে আছে, যেদিন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করা হল, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি যখন দ্বিতীয় হুগলি সেতুর সামনে, তখন সোমেনের ফোন এল। সীতারাম কেশরী ওঁকে বলেছেন, মমতাকে তোমাদের বহিষ্কার করতে হবে, কারণ আমরাও করেছি। আমি বলেছিলাম, এটা কিছুতেই কোরো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি করা হয়েছিল যে, এটা করতে তিনি বাধ্য হন। তার প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না, এই খাদ থেকে আমরা কখন, কী ভাবে উঠতে পারব।'

ফের সোমেন-মমতা দ্বন্দ্ব নিয়ে আলোচনা

ন'য়ের দশকে প্রদেশ কংগ্রেসে মমতা-সোমেন দ্বন্দ্ব নিয়ে নিয়মিত চর্চা হত। মমতা বহিষ্কৃত হওয়ার পর কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে প্রদেশ কংগ্রেস। এখনও রাজ্য রাজনীতিতে কংগ্রেসের প্রাসঙ্গিকতা নেই। সে কথা উল্লেখ করেই আফশোস করলেন প্রদীপ। সোমেনের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে মমতাকে বহিষ্কারের প্রসঙ্গ তাৎপর্যপূর্ণ হয়ে থাকল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ১০টি অজানা তথ্য জানতেন? জানলে অবাক হবেন

'আপনার টাকা আপনার অধিকার', সন্দেশখালিতে মমতা ব্যানার্জি কেন বললেন এই কথা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

WB CM Mamata Banerjee on HMPV: বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
এবার বাংলাদেশী হিন্দুদের ভাতে মারার চেষ্টা, নো-বীফ খাবার হোটেল বর্জনের দাবিতে সমাবেশ
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News