ভোটের মুখে বাংলায় খুনের রাজনীতির অভিযোগ, পুকুর ভরাটের প্রতিবাদে আক্রান্ত তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর

Published : Jan 14, 2026, 12:44 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata News: পুকুর ভরাটের প্রতিবাদে সদ্য পদত্যাগী কাউন্সিলরকে খুনের হুমকি। খাস দক্ষিণ দমদমে ঘটনার খবর চাউর হতেই ছড়ালো তীব্র আতঙ্ক। কী বলছেন ওই কাউন্সিলর? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Kolkata News: দমদমে জলাশয় ভরাট রুখতে গিয়ে প্রাণ নাশের হুমকির মুখে সদ্য পদত্যাগী কাউন্সিলর। অভিযোগের তির কো-অর্ডিনেটরের ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জলাশয় ভরাট রুখতে গিয়ে সদ্য পদত্যাগী কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ দমদমের মাঠকল প্রমোদনগর অঞ্চলে। 

আক্রান্ত শাসক দলের প্রাক্তন কাউন্সিলর:-

জানা গিয়েছে, মাঠকলে একটি বিরাট জলাশয় ভরাটের কাজ চালাচ্ছিল একদল দুষ্কৃতী। স্থানীয় মানুষেরা প্রথমে তার প্রতিবাদ করেন। অভিযোগ, কিন্তু কোনও লাভ হয়নি। জলাশয় ভরাটের জন্য ভারী ভারী গাড়ি যাতায়াত করায় ভেঙে পড়ছিল রাস্তার কার্লভাট ও ফেটে যাচ্ছিল জলের পাইপ। স্থানীয়রা তাই কাউন্সিলরকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ পরে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  আতঙ্কে ওই মহিলা সদ্য পদত্যাগী কাউন্সিলর দমদম থানার দারস্থ হয় দুস্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনার একদিন পরেও কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।

দক্ষিণ দমদম পুরসভার ৩নং ওয়ার্ডের সদ্য পদত্যাগী কাউন্সিলর গোপা পাণ্ডের অভিযোগ, স্থানীয় স্নেহছায়া আবাসনের বাসিন্দারা তাকে আবাসনের লাগোয়া একটি বিরাট জলাশয় ভরাট করছে বেশকিছু দুষ্কৃতি। তাদের এই কর্মকাণ্ডে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি তাদের রাস্তাঘাট ভেঙেচুরে যাচ্ছে, জলের পাইপ ফেটে যাচ্ছে।

 এরপরেই তিনি ঘটনাস্থলে পৌঁছে ভরাটের কাজ বন্ধ করতেই ভরাটের সাথে যুক্ত দুষ্কৃতি সমীর বারিক ওরফে ভোম্বল ও কৃশানু তাকে বলে সে আর কাউন্সিলর নেই পদত্যাগ করেছে। যেন বেশি বারাবারি না করে। এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সেই মূহুর্তেই তাকে প্রাণনাশের হুমকি দেয়। 

এরপর থেকেই স্থানীয় একটি স্কুলের সহ শিক্ষিকা সদ্য পদত্যাগী কাউন্সিলর রীতিমতো আতঙ্কে রয়েছে। এই ঘটনায় তিনি দমদম থানার দারস্থ হয়েছে। গোপা পাণ্ডের অভিযোগ, সদ্য কো-অর্ডিনেটর মনোনীত হওয়া প্রবীর পাল ওরফে কেটি-র ঘনিষ্ঠ এই ভোম্বল ও কৃশানু। ভোম্বল তাকে কেটি-র নাম ধরেই হুমকি দিয়ে এলাকায় দুষ্কৃতীরাজ কায়েম করতে চাইচ্ছে। এই ঘটনায় সরব হয়েছেন স্থানীয় মহিলারাও। 

তাদের দাবি, যেখানে একজন কাউন্সিলর নিরাপদে নেই সেখানে তারা কি করে নিরাপদে থাকবে। ভোম্বল এই হুমকি দিয়েছে। তাদের আরও দাবি, জলাশয় ভরাট হয়ে গেলে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তারা মহাসঙ্কটে পড়বে। এই ভরাটের ফলে তাদের রাস্তা ঘাট ও জলের পাইপ ফেটে যাচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

করোনায় বহু প্রাণ বাঁচানো অ্যান্টি-ভাইরাল রেমডেসিভির দেওয়া হল নিপা আক্রান্ত ২ নার্সকে
Nabanna Holiday: ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত লম্বা ছুটি! নবান্নের দারুণ খবর সরকারি কর্মীদের জন্য