প্রশাসনকে বুড়ো আঙুল, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাবুঘাটেই গঙ্গা আরতি করল বিজেপি-ছড়াল উত্তেজনা

অনুমতি না থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য ঘাটে এই গঙ্গা আরতির আয়োজন করা হয় এদিন। গঙ্গা আরতি শেষে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া “আমরা বোঝাতে চাই পুলিশ যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি।”

অনুমতি ছিল না। বঙ্গ বিজেপির গঙ্গা আরতির কর্মসূচিতে মেলেনি সবুজ সংকেত। তবে তাতে কি! বাবুঘাটেই গঙ্গা আরতি সারল বিজেপি। সৌজন্যে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সন্ধেয় বাবুঘাটে পৌঁছন সুকান্তবাবু। সেখানে গঙ্গারতি করেন তিনি। এর পর বাজে কদমতলা ঘাটের দিকে হাঁটতে থাকেন তিনি। গঙ্গা আরতি শেষে সুকান্ত যখন ফেরার পথ ধরেছিলেন তখন পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে করে বেশ কিছু বিজেপি সমর্থককে লালবাজারে নিয়ে যাওয়ার তোড়জোড় করছিল। দেখা মাত্রই সেই প্রিজন ভ্যানের সামনে দলবল নিয়ে বসে পড়েন সুকান্ত। ফলে আটক করা বহু বিজেপি সমর্থককেই এখনও পর্যন্ত লালবাজারে নিয়ে যেতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত সুকান্ত সহ বহু নেতা কর্মীদের প্রিজনভ্যানে তোলে পুলিশ।

অনুমতি না থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে অন্য ঘাটে এই গঙ্গা আরতির আয়োজন করা হয় এদিন। গঙ্গা আরতি শেষে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া “আমরা বোঝাতে চাই পুলিশ যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি।” একইসঙ্গে তাঁর অভিযোগ, হিন্দুদের যে কোনও কর্মসূচিতেই বাধা দিচ্ছে পুলিশ। তাঁর কথায় উঠে আসে দুর্গাপুজো-সরস্বতী পুজোর প্রসঙ্গ।

Latest Videos

এর আগে, দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পুলিশের অনুমতি না থাকলেও মঙ্গলবার গঙ্গা আরতির আয়োজন করা হবেই। নির্দিষ্ট সময়ে বেনারস থেকে আসা পুরোহিতের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে গঙ্গা আরতি কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুলিশি আপত্তির কড়া প্রতিবাদ জানিয়ে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁর বক্তব্য, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। তিনি জানিয়ে দিয়েছিলেন, “আমি যাব। গঙ্গা আরতিও করব। এই কর্মসূচি অবশ্যই হবে।”

পুলিশের বক্তব্য ছিল, গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যেই বহু পুন্যার্থী বাবুঘাটে ভিড় জমাতে শুরু করেছেন। এমন অবস্থায় বিজেপির কর্মসূচি আয়োজিত হলে, যানজট তৈরি হবে এবং পুন্যার্থীদের সমস্যায় পড়তে হবে। পাশাপাশি জি-২০ বৈঠকও চলছে কলকাতায়। এই সমস্ত কারণেই মেলেনি অনুমতি। এসব পুলিশের ‘অজুহাত’, কটাক্ষ সুকান্ত মজুমদারের। তাঁর পাল্টা প্রশ্ন, “গঙ্গা আরতি করলে কী করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে? যাঁরা গঙ্গা সাগরে যাওয়ার জন্য এসেছেন তাঁরা গঙ্গার পুজো করেন। আমরাও করছি। আমাদের দেখে তাঁরা তো আর রেগে যাবেন না। পুলিশ বাধা দিতে চাইছে তাই বাধা দিচ্ছে। তবে সেই বাধা আমরা অতিক্রম করতে পেরেছি।”

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র