যাত্রীর ট্রলি ভর্তি গুটখার প্যাকেট! একেকটি প্যাকেট খুলতেই হতবাক হয়ে গেলেন কলকাতা বিমানবন্দরের কর্মীরা

এতগুলি গুটখার প্যাকেট একটি ট্রলির মধ্যে ডাঁই করে রাখা কেন? এই সন্দেহই ভাবিয়ে তুলছিল সবাইকে।

ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে এল মুঠো মুঠো গুটখার প্যাকেট। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার চেক আপের সময় এমন একটি ট্রলি ব্যাগ পেয়ে বেশ চমকে গিয়েছিলেন কর্তব্যরত আধিকারিকরা। এতগুলি গুটখার প্যাকেট একটি ট্রলির মধ্যে ডাঁই করে রাখা কেন? এই সন্দেহই ভাবিয়ে তুলছিল সবাইকে। তল্লাশি চালাতেই মুহূর্তের মধ্যে সকলের চক্ষু চড়কগাছ!

গুটখার প্যাকেট খুলতেই হতবাক বিমানবন্দরের কর্মীরা। প্রত্যেকটি প্যাকেটের মুখ ছিঁড়ে দেখা যায়, সেগুলির মধ্যে রাখা রয়েছে এক বা একাধিক ডলারের নোট। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে ওই যাত্রীর সন্দেহজনক ট্রলি ব্যাগটি সার্চ করে অভিনব কীর্তি আবিষ্কার করলেন আধিকারিকরা।

Latest Videos

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে যে, রবিবার রাতে কলকাতা থেকে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিচ্ছিলেন এক যাত্রী। তল্লাশির চালানোর জন্য তাঁর ট্রলি ব্যাগটি খতিয়ে দেখেন কর্মীরা। শুরুতেই সন্দেহ হওয়ায় ট্রলি ব্যাগের চেন খোলা হয়। তখনই দেখা যায় ভেতরে রাখা হয়েছে অগুন্তি গুটখার প্যাকেট। প্যাকেটগুলি ওপর থেকে দেখেও যথেষ্ট সন্দেহজনক মনে হচ্ছিল না। কিন্তু, তল্লাশির স্বার্থে সেগুলির মুখ ছিঁড়ে ফেলা হলে দেখা যায় ভেতরে অতি যত্নে সঠিক পরিমাপে ভাঁজ করে রাখা রয়েছে বৈদেশিক মুদ্রার নোট। এরকম অজস্র প্যাকেটের মধ্যে ঢোকানো রয়েছে অজস্র ডলারের নোট।


 

শুল্ক দফতর সূত্রে খবর, ওই যাত্রীর ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া গুটখার প্যাকেটগুলিতে মোট ৪০ হাজার মার্কিন ডলার রাখা ছিল। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩২ লক্ষ টাকার চেয়েও বেশি। গুটখার প্যাকেটের মধ্যে যে পদ্ধতিতে নগদ ডলার লুকিয়ে রাখা ছিল, তা দেখে কার্যত নিরুত্তর হয়ে গিয়েছিলেন বিমানবন্দরের আধিকারিকরা। ট্রলি সমেত ওই যাত্রীকে আটক করা হয়েছে। তবে, তাঁর নাম বা পরিচয় সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

 


আরও পড়ুন-
ময়নাতদন্তের জন্য রাখা দেহ নিয়ে ডাক্তারি-শিক্ষার ওয়র্কশপ! আর জি কর হাসপাতালে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর ঘটনা
অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের গাড়ির চালক ও পরিচারকের আর্থিক লেনদেনে সন্দেহ, নিজামে তলব করল সিবিআই
বঙ্গে আয়োজিত জি ২০ সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুলে ধরলেন বহুবিধ উন্নয়নের ছবি

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News